দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাতে মাত্র কয়েকদিন। আগামী ১২ জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ে হবে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের। তিনদিন ধরে চলবে এই বিয়ের অনুষ্ঠান। তার আগে মুম্বইয়ের অ্যান্টালিয়ায় আম্বানিদের বাসভবনে আয়োজন করা হয়েছিল 'মামেরু' অনুষ্ঠানের। সেখানে রাধিকা মার্চেন্টকে দেখা গেল স্টাইলিস এক লেহেঙ্গায়।
বিয়ের আগে, কোকিলাবেন আম্বানি তার নাতি অনন্ত এবং রাধিকার বিয়ে উপলক্ষে গত রাতে মুম্বাইতে একটি গরবা এবং ডান্ডিয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন |
সমস্ত প্রাক বিবাহ অনুষ্ঠানেই নজর কাড়ছে হবু কনে রাধিকার সাজ| ডান্ডিয়া ইভেন্টের জন্য একটি রাজকীয় মব্রয়ডারি করা বেগুনি লেহেঙ্গায় সেজেছিলেন তিনি | ভারী চোকার এবং কানের দুল পেয়ার করেছিলেন লেহেঙ্গার সঙ্গে| উজ্জ্বল সেই লেহেঙ্গায় ঠাসা কাজ জরি আর পুঁথির|