Country

20 hours ago

Yogi aditynath on Maha kumbh: মহাকুম্ভের জন্য উত্তর প্রদেশের অর্থনীতি ৩ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পাবে,যোগী আদিত্যনাথ

Yogi aditynath
Yogi aditynath

 

লখনউ, ১৪ ফেব্রুয়ারি : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি শুক্রবার লখনউতে ১১৪টি পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও দুই উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, মহাকুম্ভের জন্য উত্তর প্রদেশের অর্থনীতিতে ৩ লক্ষ কোটি টাকার উন্নতি হবে।

যোগী আদিত্যনাথ বলেছেন, "আমরা প্রতি ৬ বছরে কুম্ভ এবং প্রতি ১২ বছরে মহাকুম্ভ আয়োজন করার সুযোগ পাই। আমরা যে সমস্ত ক্রিয়াকলাপ করি তা আমাদের পর্যটনকে বাড়িয়ে তোলে। মহাকুম্ভের কারণে উত্তর প্রদেশের অর্থনীতি ৩ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পাবে। লোকজন আঙ্গুল দেখিয়ে জিজ্ঞাসা করে কেন ৫০০০-৬০০০ কোটি টাকা খরচ হয়। এই পরিমাণ টাকা শুধু কুম্ভের জন্য নয়, প্রয়াগরাজ শহরের সংস্কারেও খরচ করা হয়েছে। কুম্ভ আয়োজনে ১৫০০ কোটি টাকা খরচ হয়েছে এবং এর বিনিময়ে আমাদের অর্থনীতি ৩ লক্ষ কোটি টাকা লাভ পায়।"


You might also like!