Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

West Bengal

4 months ago

Indian police Activity: ডুবন্ত বাংলদেশি জাহাজ থেকে ১২ জনকে উদ্ধার করল ভারতীয় পুলিশ

Rescuer People
Rescuer People

 

দক্ষিণ ২৪ পরগনা: ঘোড়ামারা দ্বীপের কাছে ডুবন্ত বাংলাদেশি জাহাজ থেকে ১২ জনকে উদ্ধার করল ভারতীয় পুলিশ। সুন্দরবন পুলিশ জেলার সাগর থানার পুলিশকর্মীরা খবর পেয়েই ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকাজে। এই ঘটনায় প্রশংসা কুড়িয়েছেন পুলিশকর্মীরা।

সূত্রের খবর এম ভি সি ওয়ার্ল্ড নামের ওই জাহাজটি ছাই নিয়ে বাংলাদেশে যাচ্ছিল। ফ্লাই অ্যাশ বোঝাই জাহাজটি বজবজ থেকে মুড়িগঙ্গা হয়ে সমুদ্রে যাওয়ার পথে ঘোড়ামারা দ্বীপের কাছে চড়ে ধাক্কা মারে। ফলে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার খবর পেয়েই সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্পণ নায়েকের নেতৃত্বে পুলিশবাহিনী সেখানে পৌঁছায়। এরপর ডুবন্ত জাহাজ থেকে একের পর এক বাংলাদেশিদের উদ্ধার করা হয়।

জাহাজের সবাই সুস্থ আছে বলে জানা গিয়েছে। নদীতে ভাটার টান থাকায় জল কমে গিয়েছিল অনেকটাই। সেসময় জাহাজটি ধারে চলে আসে। উদ্ধার হওয়া বাংলাদেশীদের পরিচয় নেওয়ার কাজ হচ্ছে।

প্রাশাসনিকভাবে তাদের বাংলাদেশের কোথায় বাড়ি, কি কাজ করতেন সমস্ত কিছু জানার কাজ চলছে। ডুবন্ত জাহাজটিকেও সরানো যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনাটি কিভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!