দক্ষিণ ২৪ পরগনা: ঘোড়ামারা দ্বীপের কাছে ডুবন্ত বাংলাদেশি জাহাজ থেকে ১২ জনকে উদ্ধার করল ভারতীয় পুলিশ। সুন্দরবন পুলিশ জেলার সাগর থানার পুলিশকর্মীরা খবর পেয়েই ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকাজে। এই ঘটনায় প্রশংসা কুড়িয়েছেন পুলিশকর্মীরা।
সূত্রের খবর এম ভি সি ওয়ার্ল্ড নামের ওই জাহাজটি ছাই নিয়ে বাংলাদেশে যাচ্ছিল। ফ্লাই অ্যাশ বোঝাই জাহাজটি বজবজ থেকে মুড়িগঙ্গা হয়ে সমুদ্রে যাওয়ার পথে ঘোড়ামারা দ্বীপের কাছে চড়ে ধাক্কা মারে। ফলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়েই সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্পণ নায়েকের নেতৃত্বে পুলিশবাহিনী সেখানে পৌঁছায়। এরপর ডুবন্ত জাহাজ থেকে একের পর এক বাংলাদেশিদের উদ্ধার করা হয়।
জাহাজের সবাই সুস্থ আছে বলে জানা গিয়েছে। নদীতে ভাটার টান থাকায় জল কমে গিয়েছিল অনেকটাই। সেসময় জাহাজটি ধারে চলে আসে। উদ্ধার হওয়া বাংলাদেশীদের পরিচয় নেওয়ার কাজ হচ্ছে।
প্রাশাসনিকভাবে তাদের বাংলাদেশের কোথায় বাড়ি, কি কাজ করতেন সমস্ত কিছু জানার কাজ চলছে। ডুবন্ত জাহাজটিকেও সরানো যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনাটি কিভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।