প্যারিস, ২২ সেপ্টেম্বর : ২০২৫ সালের ব্যালন ডি'অর পুরষ্কার বিতরনী অনুষ্ঠানটি সোমবার শুরু হচ্ছে প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেটে। পুরুষ ও মহিলা দুই বিভাগের তরুণ খেলোয়াড়, গোলরক্ষক, সর্বোচ্চ গোলদাতা এবং কোচেকে এই পুরষ্কার দেওয়া হবে।একটি নতুন মানবিক পুরষ্কার, সক্রেটিস পুরষ্কারও প্রদান করা হবে।
পুরুষদের ব্যালন ডি'অরের জোরালো দাবিদারের মধ্যে যারা আছেন তারা হলেন-
উসমানে দেম্বেলে, ইয়ামাল ও কিলিয়ান এমবাপেl
ব্যালন ডি'অর অনুষ্ঠানটি
২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার ভারতীয় সময় রাত ১২:৩০ মিনিটে হবে। অনুষ্ঠানটি বিভিন্ন স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে।