রিয়াদ, ২১ সেপ্টেম্বর : আল নাসর শনিবার এএফসি কাপে আল-রিয়াদের মুখোমুখি হয়েছিল। এ ম্যাচে মরসুমের প্রথম গোল হজম করলেও তুলে নিয়েছে ৫-১ গোলের বড় জয়। যার ৪টি গোল ভাগাভাগি হয়েছে দুই পর্তুগিজের মধ্যে। জোয়াও ফেলিক্স জোড়া গোল পূর্ণ করার পর রোনাল্ডোও জোড়া গোল করেন। কিংসলে কোম্যান করেছেন অন্য গোলটি। আল-রিয়াদকে উড়িয়ে দিয়ে তারা লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছে। আবার ৩ ম্যাচ শেষে সবচেয়ে বেশি গোল করার পাশাপাশি সবচেয়ে কম গোল হজম করার কীর্তিটিও গড়ল আল নাসর। রোনাল্ডোরা হজম করেছে মাত্র একটি, দিয়েছে ১২টি গোল। আর রোনাল্ডো কেরিয়ারের ৯৪৫তম গোলটি করেন ম্যাচের ৭৬ মিনিটে, তিনি এখন লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। প্রথম ম্যাচে আল-তাইওয়ানের বিপক্ষে একটি গোল করেছিলেন তিনি।