Game

2 hours ago

Premier League 2025-26: ইংলিশ প্রিমিয়ার লিগ,চেলসিকে হারাল ইউনাইটেড

Bruno Fernandes and Casemiro, Premier League 2025-26
Bruno Fernandes and Casemiro, Premier League 2025-26

 

ওল্ড ট্র্যাফোর্ড, ২১ সেপ্টেম্বর : ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে ম্যানচেস্টার ইউনাইটেড হারালো চেলসিকে l মাইলফলক ছোঁয়া গোলে ব্রুনো ফের্নান্দেস ইউনাইটেডকে এগিয়ে দেনl ইউনাইটেডের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০০তম ম্যাচে ১০০তম গোলের দেখা পেলেন এই পর্তুগিজ মিডফিল্ডার। এরপর ব্যবধান বাড়ান কাসেমিরো। তবে গোল করার কিছুক্ষণ পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। চেলসির গোলটি করেন ট্রেভো শ‍্যালাবা। মরসুমে বাজে শুরুর জন্য চাপে ছিলেন ইউনাইটেড কোচ হুবেন অ্যামুরি। গুঞ্জন ছিল, চেলসির কাছে হারলে বরখাস্ত হতে পারেন তিনি। এই জয় আপাতত স্বস্তি দিল ইউনাইটেড কোচকে। এই জয়ে পয়েন্ট টেবিলে উন্নতি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পাঁচ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে তারা। সমান ম্যাচে প্রথম হারের স্বাদ পাওয়া চেলসি ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। ম্যাচে বল পজেশনে পিছিয়ে থাকলেও আক্রমণে দাপট দেখায় ইউনাইটেড। গোলের জন্য তাদের ১১ শটের চারটি ছিল লক্ষ্যে। চেলসির পাঁচ শটের একটি লক্ষ্যে ছিল।

You might also like!