দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:শুক্রবার ওমানের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৫-এর ভারতের লড়াইয়ে আর্শদীপ সিং প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট লাভ করেন।এই ফর্ম্যাটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী বাঁহাতি পেসার ম্যাচের ২০তম ওভারে বিনায়ক শুক্লাকে আউট করে এই মাইলফলক স্পর্শ করেন।২০২২ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে অভিষেক ঘটে আরশদীপের।
শুক্রবারের ম্যাচের আগে, তিনি ভারতের হয়ে ৬৩টি টি-টোয়েন্টিতে ১৮.৩০ গড়ে ৯৯ উইকেট নিয়েছিলেন, যার মধ্যে আমেরিকার বিপক্ষে ৪-৯ উইকেট ছিল তার সেরা বোলিং পরিসংখ্যান।
ভারতের হয়ে সর্বাধিক টি-টোয়েন্টি উইকেট:
*আর্শদীপ সিং - ৬৪ ম্যাচে ১০০ উইকেট*
*যুজবেন্দ্র চাহাল - ৮০ ম্যাচে ৯৬ উইকেট
"হার্দিক পান্ডিয়া - ১১৬ ম্যাচে ৯৫ উইকেট
*জসপ্রীত বুমরাহ - ৭২ ম্যাচে ৯২ উইকেট
*ভুবনেশ্বর কুমার - ৮৭ ম্যাচে ৯০ উইকেট