Game

1 hour ago

Asia Cup: আফগানদের ৮ রানে হারল লিটন দাসের দল

Liton Das
Liton Das

 

দুবাই, ১৭ সেপ্টেম্বর  : ‘বি’ গ্রুপের ম্যাচে আফগানদের ৮ রানে হারাল লিটন দাসের দল বাংলাদেশ। তবে ম্যাচটি ২৫ রানের বেশিতে জিতলে গ্রুপের অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতো না বাংলাদেশকে। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৭ উইকেটের জয়ের পর পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাজে ভাবে হেরে কঠিন সমীকরণে পড়েছে টাইগাররা । সুপার ফোরে যেতে লাল সবুজদের এখন তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে।

গ্রুপ পর্বের ৩ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ । তবে নেট রান রেটে অনেকটা পিছিয়ে লিটনরা। তাদের নেট রান রেট -০.২৭০। অন্যদিকে ২ ম্যাচে ৪ পয়েন্ট ও ১.৫৪৬ নেট রান রেট নিয়ে সুপার ফোর অনেকটা নিশ্চিত শ্রীলঙ্কার। ২ ম্যাচে ২ পয়েন্ট ও ২.১৫০ নেট রান রেট নিয়ে আশা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তানও।

You might also like!