সান্তিয়াগো, ১৭ সেপ্টেম্বর : সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল রিয়াল মাদ্রিদ। টিম ওয়েহর গোলে পিছিয়ে পড়ার পর, জোড়া পেনাল্টি গোল করে দলকে জেতান এমবাপে। এই জয়ে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল রেকর্ড চ্যাম্পিয়নরা। ৪০ শতাংশের একটু বেশি সময় বলের পজেশন রেখে গোলের জন্য ২৮টি শটের মধ্যে ১৫টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল মাদ্রিদ। আর মার্সেইয়ের ১৫ শটের পাঁচটি ছিল লক্ষ্যে।
শুরুর দিকে কোণঠাসা মার্সেই ২২ মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায়। মাঝমাঠে ডিন হাউসেনের ছোট পাস ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি রিয়ালের আর্দা গিল। বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে ওঠে আসেন ম্যাসন গ্রিনউড। ডি-বক্স থেকে তিনি পাস দেন টিম ওয়েহকে। বল ধরেই জোরাল শটে রিয়ালকে হতভম্ব করে গোল দেন টিম ওয়েহ। পিছিয়ে পড়ার ছয় মিনিটের মধ্যে সফল স্পট কিকে ১-১ করেন এমবাপে। ডি-বক্সে রদ্রিগো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ।
উত্তেজনায় ঠাসা লড়াইয়ে ৭০ মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে মেজাজ হারিয়ে কার্ভাহাল গোলরক্ষক রুলির মুখে গুতো মেরে বসেন। এরপর ভিএআর মনিটরে দেখে রেফারি সরাসরি লাল কার্ড দেখান কার্ভাহাল। এরপর ১০ জনে হয়ে যায় রিয়াল। দলে একজন কম নিয়েও আক্রমণের ধার কমেনি রিয়ালের।এমনই একটা আক্রমণ থেকে পেনাল্টি পায় রিয়াল ৮১ মিনিটে। সেই স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন এমবাপে। এই ব্যবধান নিয়েই টুর্নামেন্টের ১৫ বারের চ্যাম্পিয়নরা মাঠ ছাড়ে।