Country

2 hours ago

Patna High Court: মোদীর মা-কে নিয়ে তৈরি AI ভিডিও, সরাতে কংগ্রেসকে নির্দেশ দিল হাইকোর্ট!

patna high court order to congress remove pm narendra modi mother ai video
patna high court order to congress remove pm narendra modi mother ai video

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবেনকে নিয়ে একটি এআই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগ উঠেছিল কংগ্রেসের বিরুদ্ধে। বিহারে বিধানসভা নির্বাচনের প্রচারের আবহে এই ঘটনায় তীব্র বিতর্ক শুরু হয়। শেষ পর্যন্ত পটনা হাইকোর্ট সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। বুধবার আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পিবি বজন্থরী এই নির্দেশ দেন।

সম্প্রতি গোটা বিহার জুড়ে ভোটার অধিকার যাত্রায় নেমেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দ্বারভাঙায় রাহুলের শোভাযাত্রা পৌঁছোনোর আগে একটি স্বাগত মঞ্চ থেকে মোদীর মায়ের নামে কুকথা বলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই বিতর্কের রেশ কাটতে না-কাটতেই মোদী ও তাঁর মা হীরাবেনের মধ্যে কল্পিত কথোপকথনের একটি অ্যানিমেশন ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশিত হয়। ভিডিয়োয় মোদীকে বলতে শোনা যায়, ‘‘যাক আজকের ভোটচুরির কাজ সারা।’’ এর পরে মোদী বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তেই স্বপ্ন উপস্থিত হন মোদীর মা হীরাবেন। কল্পিত কথোপকথনে হীরাবেন ছেলে মোদীকে বলেন, ‘‘আরে বেটা, প্রথমে তো তুমি আমায় নোট বাতিলের লম্বা লাইনে দাঁড় করালে। তার পর আমার পা ধোয়ার রিল বানালে। বিহারে আমার নামে রাজনীতি করছ। তুমি আমার অপমানের ব্যানার-পোস্টার ছাপাচ্ছ। তুমি ফের বিহারে নাটক করার চেষ্টা করছ। রাজনীতির নামে আর কত নীচে নামবে?’’ এর পরেই দেখা যায়, ধড়মড়িয়ে ঘুম থেকে উঠে বসছেন মোদী।

কৃত্রিম মেধার সাহায্যে ওই ভিডিয়ো বানানোর নেপথ্যে কংগ্রেসের হাত রয়েছে বলে সরব হয় বিজেপি। বিজেপির বক্তব্য, এ হল কংগ্রেসের বিকৃত মানসিকতার পরিচয়। পুলিশেও অভিযোগ দায়ের করে পদ্মশিবির। কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে দিল্লির নর্থ এভিনিউ থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির এক নেতা। অভিযোগকারীর দাবি, ওই ভিডিওটি প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি নৈতিকতা এবং মহিলাদের মর্যাদাকেও লঙ্ঘন করেছে। পিটিআই অনুসারে, ওই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৬, ৩৪০(২), ৩৫২, ৩৫৬(২) এবং ৬১(২) ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ।

যদিও কংগ্রেসের দাবি, ভিডিয়োয় কোথাও মোদীর মা-কে অপমান করা হয়নি। পাশাপাশি তারা এ-ও জানিয়েছিল, কে বা কারা ওই ভিডিয়ো বানিয়ে সমাজমাধ্যমে ছেড়েছেন, তা খতিয়ে দেখা হবে।

You might also like!