kolkata

2 hours ago

Kolkata News: গলফগ্রিনে রহস্যমৃত্যু, মেয়ের বিয়ের ১০ দিনের মাথায় বৃদ্ধের মৃত্যু—আটক জামাই !

Mysterious death in Golf Green
Mysterious death in Golf Green

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:মেয়ের বিয়ের মাত্র ১০ দিন পর গলফগ্রিনে এক বৃদ্ধের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। নিজের বাড়ির সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলফগ্রিন থানার পুলিশ এবং দেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। প্রতিবেশীদের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রয়েছেন মৃতের জামাই। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই মৃতের জামাইকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, মৃত বৃদ্ধ গলফগ্রিনের ৩০ নম্বর কলাবাগানের বাসিন্দা। বয়স ৮০ বছর। কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন তিনি। স্ত্রী শয্যাশায়ী। মেয়ের বিয়ে হয়েছে ১০ দিন আগে। জানা যাচ্ছে, এদিন বাড়ির সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। কিন্তু কীভাবে মৃত্যু? প্রাথমিকভাবে আঘাত দেখে পুলিশের অনুমান, উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। তাতেই জোরালো হচ্ছে খুনের তত্ত্ব।

মৃতের প্রতিবেশীরা দাবি করেছেন, জামাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই সমস্যায় ছিলেন ওই বৃদ্ধ। তাঁদের অভিযোগ, এই মৃত্যুর পিছনে সরাসরি জামাইয়ের হাত রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জামাইকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং শুরু হয়েছে তদন্ত। ধৃতকে জেরা করলেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশাবাদী তদন্তকারীরা।

You might also like!