কলকাতা, ১১ সেপ্টেম্বর : সর্বপ্রথম পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া উচিত, এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেছেন, "এসআইআর বাংলায় হওয়া উচিত। বিহারেও এসআইআর অনুশীলন করা হয়েছে, এটা ভালো। বাংলায়ও এটি করা হবে। এর জন্য পূর্ণ প্রস্তুতি চলছে।" দিলীপ বলেছেন, "নির্বাচন কমিশন যেমন বিহারে সফলভাবে এসআইআর পরিচালনা করেছে, তেমনই বাংলায়ও একই কাজ করা হবে এবং এখানেও তা সফল হবে। এরপর, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।"
তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "তাদের (তৃণমূল) সরকার বাংলায় তিনবার নির্বাচিত হয়েছে, তাই তাদের প্রথমে পদত্যাগ করা উচিত। দেশে অনেক কিছুই ভুল হচ্ছিল। প্রধানমন্ত্রী মোদী এসে সেগুলো ঠিক করে দিয়েছেন। সংসদ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নতুন আইন তৈরি করা হয়েছে এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়েছে। ১৫০ বছর আগের ব্রিটিশ আইন সংশোধন করা হয়েছে। একইভাবে, ভোটার তালিকার ত্রুটিগুলিও সংশোধন করা হবে। নির্বাচন কমিশন এর জন্য প্রস্তুতি নিচ্ছে।"
কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্যের প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "তাঁর এখন কিছু করার নেই, বলার কিছু নেই। তিনি বলছেন, ভোট চুরি হয়েছে, কিন্তু তাঁর সরকার, কর্ণাটক সরকার বলছে না, এখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে, কোনও চুরি হয়নি। তাই তাঁর সরকার তাঁর সঙ্গেই নেই, তাঁর দল তাঁর সঙ্গে নেই।"