Game

1 hour ago

Yuvraj Singh:বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির তলব, বিপাকে দুই তারকা ক্রিকেটার

Yuvraj Singh
Yuvraj Singh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:সুরেশ রায়না ও শিখর ধাওয়ানের পর এবার বেটিং অ্যাপ সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় ইডির নজরে এসেছেন বিশ্বকাপজয়ী দুই ক্রিকেটার যুবরাজ সিং ও রবিন উথাপ্পা। বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডি যুবরাজকে তলব করেছে, এবং একই মামলায় রবিন উথাপ্পাকেও ডেকে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহেই এই দুই প্রাক্তন ক্রিকেটারকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজির হতে হবে।

অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা ও আর্থিক তছরুপের অভিযোগে দেশজুড়ে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সম্প্রতি 1xBet নামের একটি বেআইনি বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার অভিযোগে ইডি ক্রিকেটার শিখর ধাওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। একই অভিযোগে এর আগে সুরেশ রায়নাকেও তলব করে ইডি, তার বয়ানও রেকর্ড করা হয়েছে। সম্প্রতি চালু হওয়া নতুন আইন অনুযায়ী এই বেটিং অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছে।

এবার ইডির স্ক্যানারে ২০১১ বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। সূত্রের খবর, বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার কারণেই তলব করা হয়েছে যুবিকে। আগামী ২৩ সেপ্টেম্বর তাঁকে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। উল্লেখ্য, উর্বশী রাউতেলা, সোনু সুদের মতো বলিউড তারকাকেও বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার কারণে তলব করা হয়েছে। ইতিমধ্যে বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার কারণে ইডির কাছে হাজিরা দিয়েছেন টলি তারকা মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা।

অন্যদিকে, প্রভিডেন্ট ফান্ডে আর্থিক তছরুপের অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল উথাপ্পার বিরুদ্ধে। স্ট্রবেরি লেন্সারিয়া প্রাইভেট লিমিটেড নামক বেঙ্গালুরুর একটি কোম্পানির ডিরেক্টর উথাপ্পা। অভিযোগ সেই কোম্পানি প্রভিডেন্ট ফান্ডের ২৩ লক্ষ ৩৬ হাজার ৬০২ টাকা বকেয়া অর্থ জমা করেনি। কোম্পানির কর্মচারীদের থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকা কাটা হলেও তা তাদের অ্যাকাউন্টে জমা করা হয়নি। যদিও এই কেলেঙ্কারিতে তাঁর কোনও ভূমিকা নেই বলেই জানিয়েছিলেন উথাপ্পা। তবে এবার ওই মামলায় কেকেআরের প্রাক্তনীকে তলব করল ইডি।

You might also like!