Country

5 hours ago

Delhi ISIS Terrorist Arrested: বিভিন্ন রাজ্য থেকে গ্রেফতার ৫ জঙ্গি, দিল্লি থেকেই পাকড়াও দুই

Delhi ISIS 5Terrorist Arrested
Delhi ISIS 5Terrorist Arrested

 

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর : দিল্লি পুলিশ বিভিন্ন রাজ্য থেকে মোট পাঁচজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। দিল্লি থেকে দু'জন, মধ্যপ্রদেশ থেকে একজন, হায়দরাবাদ থেকে একজন এবং রাঁচি থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আইইডি তৈরিতে ব্যবহৃত কিছু জিনিসও উদ্ধার করেছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে জানানো হয়েছে, বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে মোট পাঁচজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র দিল্লি থেকেই পাকড়াও করা হয়েছে দুই জঙ্গিকে। আইইডি তৈরিতে ব্যবহৃত কিছু জিনিসও উদ্ধার করা হয়েছে।

You might also like!