Life Style News

6 hours ago

Nail Polish Care: রঙিন নখে পুজোর জৌলুস- রইল নেলপালিশ উজ্জ্বল রাখার সহজ কৌশল!

Nail Polish Care Tips
Nail Polish Care Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শরতের আকাশে কাশের শুভ্রতা, বাতাসে পুজোর গন্ধ। এই সময়টায় নিজের সাজপোশাকে একটু বাড়তি যত্ন নিতে কে না ভালোবাসে! নতুন জামাকাপড়, গয়না, সাজসজ্জার সঙ্গে তাল মিলিয়ে রঙিন নেলপলিশ যেন হয়ে ওঠে হাতের সৌন্দর্যের পরিপূরক। কিন্তু, একটু খুশি-খুশি মনে প্রিয় রঙের নেলপলিশ পরার কয়েক দিনের মধ্যেই যদি দেখা যায় রং ফিকে হয়ে যাচ্ছে, চামড়া ওঠা শুরু হয়েছে কিংবা চকচকে ভাব হারিয়ে নিস্তেজ দেখাচ্ছে—তাহলে মন তো খারাপ হবেই। তবে চিন্তার কিছু নেই। কিছু সহজ নিয়ম মেনে চললেই নেলপলিশ থাকবে অনেক দিন উজ্জ্বল ও অক্ষত।

∆ দীর্ঘস্থায়ী ও উজ্জ্বল নেলপলিশের জন্য মেনে চলুন এই টিপসগুলো:

১.নখ পরিষ্কার রাখুন: নেলপলিশ পরার আগে নখে যেন কোনও তেল, ক্রিম বা ময়লা না থাকে। চাইলে নেলপলিশ রিমুভার দিয়ে একটু মুছে নিতে পারেন।

২.বেস কোট ব্যবহার করুন: নেলপলিশের আগে বেস কোট লাগালে রং ভাল ভাবে বসে এবং বেশি দিন টেকে।

৩.পাতলা স্তরে পলিশ লাগান: একসঙ্গে মোটা করে নেলপলিশ না লাগিয়ে পাতলা ২-৩টি পোঁচে লাগান। এতে তা ফাটবে না ও বেশি দিন টিকে থাকবে।

৪.টপ কোট দিন: নেলপলিশ শুকিয়ে গেলে শেষে টপ কোট ব্যবহার করুন। এটি রঙ বিবর্ণ হওয়া বা খসে যাওয়া আটকায়।

৫.প্রতি ২-৩ দিনে টপ কোট দিন: দু’তিন দিন অন্তর নতুন করে টপ কোট দিলে নেলপলিশ আরও টেকসই হয়।

৬.নখে জল বা ডিটারজেন্ট কম লাগান: বেশি সময় জল বা সাবান-ডিটারজেন্টে হাত ভেজা থাকলে নেলপলিশ উঠে যায়। বাসন ধোওয়ার সময়ে গ্লাভস ব্যবহার করতে পারেন।

৭.নখ শুকনো ও আর্দ্র রাখুন: হ্যান্ড ক্রিম বা কিউটিকল অয়েল ব্যবহার করলে নখ স্বাস্থ্যোজ্জ্বল এবং আর্দ্র থাকবে। ফলে নেলপলিশও দীর্ঘস্থায়ী হবে।

৮. গরম জল এড়িয়ে চলুন: বারবার গরম জলে হাত দিলে নেলপলিশ দ্রুত ফেটে যায়।

৯.নখে চাপ দেবেন না: নখ দিয়ে টেপ খোলা, বাক্স খোলা বা ধারালো জিনিস ব্যবহার করলে নেলপলিশ ক্ষতিগ্রস্ত হয়।

উপরিউক্ত কয়েকটি সাধারণ অভ্যাস রপ্ত করলেই পুজোর সাজে হাতের সৌন্দর্যে আসবে অন্য মাত্রা। রঙিন, ঝকঝকে নখে ফুটে উঠবে উৎসবের উজ্জ্বলতা।

You might also like!