Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Life Style News

1 day ago

Dating App Safety Tips: চুপিসারে ডেটিং অ্যাপে প্রোফাইল? সাবধান—এই ভুলগুলো করলেই সর্বনাশ

Dating app advice for beginners
Dating app advice for beginners

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রযুক্তিনির্ভর জীবনে প্রেমও এখন ডিজিটাল। চোখের চাহনিতে বা হঠাৎ আলাপেই আর সম্পর্ক গড়ে ওঠে না, বরং ডেটিং অ্যাপ ও সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ঘেঁটে শুরু হয় ভালোবাসার হিসেব-নিকেশ। তবে এই ভার্চুয়াল দুনিয়ায় সঙ্গী খোঁজার পথে ভুল পা ফেললে বিপদে পড়ার আশঙ্কাও থাকে। তাই ডেটিং অ্যাপে নাম লেখানোর আগে কিছু জরুরি বিষয় জানা এবং মেনে চলা অত্যন্ত প্রয়োজন।

∆ কী করবেন না-

১. ডেটিং অ্যাপের ছবি-প্রোফাইল দেখে মনে ধরেছে। আলাপও হয়েছে। নিয়মিত দীর্ঘ সময় কথা বললেও শুরুতেই ভুলেও গোপন কথা ফাঁস করবেন না। পরবর্তীতে তা নিয়ে আফশোস করতে হতে পারে।

২. পরিচয় হওয়া মাত্রই কৌতুহলবশত পছন্দের মানুষের সোশাল মিডিয়া প্রোফাইলে নজর রাখা খুব স্বাভাবিক। কিন্তু সেখানে থাকা কোনও ছবি নিয়ে যদি প্রশ্ন জাগে তাকে আমল দেবেন না। অতিরিক্ত প্রশ্নের জালে জর্জরিত করবেন না উলটো দিকের মানুষটাকে। তাতে হিতে বিপরীত হতে পারে।

৩. যদি অতি দ্রুত ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করে উলটো দিকের মানুষটা, মজার ছলে অপমান করে বা ইচ্ছে করে এড়িয়ে যায় তাহলে ভুলেও তা মেনে নেবেন না। সঙ্গে সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করুন। প্রয়োজনে সরাসরি সবটা জানিয়েই দূরত্ব তৈরি করুন।

∆ কী করবেন-

১. সারাজীবনের সঙ্গী খুঁজছেন নাকি স্রেফ সময় কাটাতেই ডেটিং অ্যাপে, তা নিজের কাছে পরিষ্কার হওয়া খুব জরুরি। যার সঙ্গে কথা বলছেন তাঁর কাছেও বিষয়টা স্পষ্ট হওয়া প্রয়োজন। তাহলে অযথা সময় নষ্ট হয় না। তাই কারও সঙ্গে আলাপ হলে চেষ্টা করবেন আগেই বিষয়টা জেনে নেওয়ার।

২. প্রোফাইল সুন্দর বা আকর্ষণীয় করার চেয়ে সৎ থাকা বেশি প্রয়োজন। তাই অন্যকে আকৃষ্ট করতে ভুয়ো তথ্য দেবেন না।

৩. দু’জনের আগ্রহ যদি মিলে যায় তা কথা এগোনোর জন্য আদর্শ। তাই পরিচয়ের পর পছন্দের বই, গায়ক, সিনেমা-সিরিজ নিয়ে কথা এগোতে পারেন। তাহলেই বন্ধুত্বও গাঢ় হবে সহজে।

You might also like!