Country

1 day ago

SIR in West Bengal: এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল, সময়সীমা বাড়ানোর আর্জি ডেরেকের

Derek O’Brien Moves SC on SIR
Derek O’Brien Moves SC on SIR

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (এসআইআর) নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার শীর্ষ আদালতে মামলা দায়ের করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তাঁর আবেদনে মূলত বাংলায় চলা এসআইআরের সময়সীমা বাড়ানোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগও তোলা হয়েছে।  

ডেরেকের মামলায় দাবি করা হয়েছে, এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন পদ্ধতিগত নিয়ম ভেঙেছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে পর্যাপ্ত সময় ও সুযোগ না দিয়েই লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। তৃণমূল কমিশনকে একাধিকবার ‘হোয়াটসঅ্যাপ কমিশন’ বলেও কটাক্ষ করেছে।  তৃণমূলের অভিযোগ, কমিশন বুথ লেভেল অফিসার ও অন্যান্য আধিকারিকদের হোয়াটসঅ্যাপের মতো অনানুষ্ঠানিক মাধ্যমে নির্দেশ দিয়েছে, যা প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী এবং নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকারে আঘাত করেছে। 

শীর্ষ আদালতে রাজ্যসভার সাংসদের আরও অভিযোগ, ৫৮ লক্ষ ভোটার অবৈধভাবে খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন। কোনও শুনানি ছাড়াই অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কমিশন বুথওয়ারি মৃত, স্থানান্তরিত, ভুয়ো ভোটারের তালিকা প্রকাশ করে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার কথা জানিয়েছিল কমিশন। কিন্তু সেই তালিকাতেও ‘জল’ রয়েছে বলে দাবি করে, কমিশনের খাতায় ‘মৃত’ তিনজন ভোটারকে নিজের জনসভার মঞ্চে হাজির করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

ডেরেকের দায়ের করা মামলায় আরও বলা হয়েছে, অতিরিক্ত সিইও-র জারি করা স্মারকলিপিতে স্বীকার করা হয়েছে যে ২০০২ সালের ভোটার তালিকা ডিজিটাইজেশনের সময় ডেটা ম্যাপিংয়ে ব্যাপক ত্রুটি হয়েছে। এই কাজ বুথ স্তরের পর্যবেক্ষণ ছাড়াই হওয়ায় সমস্যা আরও বেড়েছে। সূত্রের খবর, মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই মামলার মাধ্যমে। 

You might also like!