
হাওড়া, ৬ জানুয়ারি : গ্রামীণ হাওড়ায় সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা| মারা গেলেন দুই যুবক| মঙ্গলবার সাতসকালে পথ দুর্ঘটনায় মারা গেলেন দুই যুবক। হাওড়ার বাগনানের দেউলটির কাছে কলাতলায় মুম্বই রোডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গাড়িতে করে মুরগি নিয়ে মেদিনীপুর থেকে বাগনানের দিকে আসছিলেন ওই দুই যুবক। একটি ট্রেলার রাস্তার ধারে দাঁড়িয়েছিল। মুরগির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে ধাক্কা মারে। মুরগির গাড়ির চালক ও তাঁর পাশে বসা আরেক যুবক ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন| তাদের দুজনকেই বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
