Breaking News
 
Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া Nora Fatehi Rumoured Boyfriend Achraf hakimi : মাঠের হিরো না কি বিতর্কিত নায়ক? নোরার হৃদয়ে জায়গা করে নেওয়া হাকিমির বিরুদ্ধে পুলিশের খাতায় কোন গুরুতর অভিযোগ? Dev:ভোটার তালিকা নিয়ে কমিশনের মুখোমুখি দেব! ‘সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়’, মানবিক হওয়ার বার্তা তৃণমূল সাংসদের Mohammad Rizwan:মাঠে না কি সার্কাস? রিজওয়ান-হাসানের পারফরম্যান্সে বিরক্ত ক্রিকেট বিশ্ব, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি ভক্তদের তোপের মুখে দুই তারকা

 

Entertainment

2 hours ago

Subhashree Ganguly: সাদা বাথরোব ও হালকা মেকআপে রাজঘরণী শুভশ্রী, নতুন লুকে মুগ্ধ নেটিজেন

Subhashree Ganguly
Subhashree Ganguly

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী সবসময়ই তাঁর স্টাইল ও ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে অনুরাগীদের মুগ্ধ করেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি নতুন ফটোশ্যুটে নায়িকাকে স্নিগ্ধ এবং গ্ল্যামারাস লুকে দেখা গেছে, যা নেটপাড়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। 

পোস্টে দেখা যাচ্ছে, শুভশ্রী বাথরোব জড়িয়ে বিছানার উপর শুয়ে রয়েছেন। হালকা মেকআপে তাঁর স্নিগ্ধ চেহারা বেশ নজর কেড়েছে অনুরাগীমহলে। ক্যাপশনে তিনি লিখেছেন, “রেস্ট অ্যান্ড রিবুট”, যা বোঝায়, পুরো ফটোশ্যুটটি একটি হালকা মেজাজের মুহূর্তে করা হয়েছে। কমেন্ট বক্সে নেটিজেনদের উত্তেজনা চোখে পড়ার মতো, অনেকেই শুভশ্রীর লুকের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার তুলনা টেনেছেন। তবে নায়িকাকে এক ঝটকায় দেখে অনেকেই প্রিয়াঙ্কা বলে ভুল করেছেন।


শুভশ্রী বর্তমানে কেরিয়ারের এমন একটি পর্যায়ে আছেন, যেখানে গ্ল্যামারের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বলিষ্ঠ চরিত্র ও অভিনয়কে। ২০২৫ সালে তিনি ‘বক্স অফিসে গৃহপ্রবেশ’ এবং ‘ধুমকেতু’ ছবিতে অভিনয় করেছেন। বিশেষ করে ধুমকেতু ছিল বছরের সবচেয়ে হিট ছবি, আর গৃহপ্রবেশের মতো কম বাজেটের ছবি একার কাঁধে তুলে নিয়েছেন শুভশ্রী। এই বছরও কাজের ব্যাপারে তাঁর প্রত্যাশা অনেক। অতীতের তিক্ততা ভুলে নায়িকা ফের দেবের হাত ধরছেন। চলতি বছরে পূজোয় দেখা যাবে রোম্যান্টিক জুটিকে, যা হবে জুটি হিসেবে তাদের ৭ নম্বর ছবি। বলা বাহুল্য, প্রাক্তন প্রেমিক যুগলের ফের পর্দায় উপস্থিতি দেখার জন্য ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শুভশ্রী যেমন কেরিয়ারে বলিষ্ঠতা এবং অভিনয়ের গভীরতাকে প্রাধান্য দিচ্ছেন, তেমনি তাঁর সোশ্যাল মিডিয়া লুক ও স্টাইল নেটিজেনদের চোখে ফের রোমাঞ্চ সৃষ্টি করেছে।  

You might also like!