Life Style News

2 hours ago

Haircut Trends of 2025: এ বছরের হেয়ারকাটে নজরকাড়া নতুন ট্রেন্ড – আপনার রূপে যোগ করবে বিশেষ আকর্ষণ!

Haircut Trends of 2025
Haircut Trends of 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পুজো মানে শুধু নতুন পোশাক নয়, সঙ্গে চাই নজরকাড়া হেয়ারস্টাইলও। একঝলকে চমকে দিতে পারে ট্রেন্ডি হেয়ারকাট, যা উৎসবের সাজে যোগ করে এক নতুন মাত্রা। পার্লারে যাওয়ার আগে জেনে নিন, কোন কোন হেয়ারকাট এখন ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করছে। সমাজমাধ্যমে ভাইরাল ট্রেন্ড থেকে শুরু করে সেলেবদের লুক—সবখানেই এখন হিট এক্সপেরিমেন্টাল লেয়ার, বোল্ড বব আর স্টাইলিশ ব্যাংস। এই জনপ্রিয় ছাঁটগুলো যেমন দারুণ স্টাইলিশ, তেমনই রক্ষণাবেক্ষণেও সহজ। মুখের গঠনেও আনে স্পষ্ট ছাপ। তাই এই শারদীয়ায় নতুন লুক ট্রাই করতে চাইলে, এ বছরের হেয়ারকাট ট্রেন্ডে ভেসে যাওয়াই যায়! 

এ বছর চুলের ফ্যাশনে যে ছাঁটগুলো ইতিমধ্যেই ভাইরাল-

১.বাটারফ্লাই কাট: লম্বা লেয়ারের সঙ্গে সামনের দিকটা হালকা এবং ছোট করে কাটা। ফলে মুখের গঠন ভরাট এবং সুন্দর দেখায়।

২.জেলিফিশ কাট: উপরে ছোট আর নীচে লম্বা লেয়ার কাট। টিকটক ও ইনস্টাগ্রামে খুব জনপ্রিয়।

৩. ফ্রেঞ্চ বব: ছোট, ব্লান্ট কাট বব, ভীষণ রকম কেতাদুরস্ত এবং অভিজাত লুক।

৪.বোহো লব: ঢেউ খেলানো, নরম ও সহজ স্বাভাবিক লুক।

৫.টর্ন ব্যাংস: সামনে এলোমেলো ফ্রিঞ্জ, খুব ক্যাজুয়াল দেখায়।

৬.মডার্ন র‍্যাচেল কাট: জেনিফার এনিস্টনের সেই আইকনিক কাটের নতুন সংস্করণ।

অর্থাৎ, এক দিকে যখন ক্লাসিক বব ও লেয়ার্স ফিরছে, অন্য দিকে দুনিয়া কাঁপাচ্ছে এক্সপেরিমেন্টাল জেলিফিশ বা বাটারফ্লাই কাট। হরেক রকম নতুন চুলের কায়দায় এখন নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলছে সকলেই। আপনিও চাইলে এমনই কোনও চমকদার চুলের ছাঁটে নজর কাড়তেই পারেন। 


You might also like!