Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Country

9 hours ago

Cycle program organized in Delhi:দিল্লিতে সানডে অন সাইকেল কর্মসূচির আয়োজন, যোগ দিলেন অসংখ্য উৎসাহীরা

Cycle program organized in Delhi
Cycle program organized in Delhi

 

নয়াদিল্লি, ১১ জানুয়ারি : রাজধানী দিল্লিতে আয়োজিত হল সানডে অন সাইকেল কর্মসূচির। রবিবার সকালে এই কর্মসূচিতে যোগ দেন অসংখ্য উৎসাহীরা। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে 'সানডে অন সাইকেল' অনুষ্ঠানে যোগ দেন, যেখানে টেনিস তারকা লিয়েন্ডার পেসও উপস্থিত ছিলেন।

এই ৫৬-তম পর্বে ফিট ইন্ডিয়া, ১৫,০০০-এরও বেশি স্থানে যুবকদের অংশগ্রহণ, ফিটনেসের মাধ্যমে নেতৃত্ব এবং দূষণের সমাধান হিসেবে সাইক্লিংকে উৎসাহিত করা হয়। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, "‘সানডে অন সাইকেল’-এর ৫৬-তম সংস্করণ একটি বড় মাইলফলক। এক বছর আগে যখন এই উদ্যোগটি শুরু হয়েছিল, তখন এটি দেশের ২৪০টি স্থানে অনুষ্ঠিত হয়েছিল।"

You might also like!