
ম্যানচেস্টার, ৫ জানুয়ারি : নতুন বছরেও ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয়হীন থাকল রেড ডেভিলরা। রবিবার লিডসের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। ব্রেন্ডেন অ্যারনসনের গোলে পিছিয়ে পড়ার পর ম্যাথেউস কুইয়ার গোলে সমতায় ফিরলেও ব্যবধান বাড়াতে পারেনি হুবেন আমুরির দল। আগের ম্যাচে উলভসের বিপক্ষেও ১-১ গোলে ড্র করেছিল রেড ডেভিলরা। টানা দ্বিতীয় ড্রয়ের পর ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে লিডস ইউনাইটেড।
