West Bengal

1 day ago

Abhishek Banerjee Visits: সোনালি বিবি ও সদ্যোজাতের সঙ্গে দেখা করলেন অভিষেক, নামকরণ করলেন ‘আপন’

Abhishek Banerjee Meets Sonali Bibi
Abhishek Banerjee Meets Sonali Bibi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বীরভূমের রামপুরহাটে রণসংকল্প সভা শেষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাট মেডিক্যাল কলেজে যান। সেখানে প্রসূতি বিভাগে ভর্তি সোনালি বিবি ও তাঁর সদ্যোজাত পুত্রসন্তানের সঙ্গে দেখা করেন। সোনালি ও তাঁর মায়ের অনুরোধে সদ্যোজাতের নামকরণ করেন অভিষেক। শিশুর নাম রাখা হয়েছে ‘আপন’।

গতকাল, সোমবার রামপুরহাট মেডিক্যালে পুত্রসন্তানের জন্ম দেন সোনালি বিবি। অভিষেক আগেই জানিয়েছিলেন দেখা করবেন তাঁর সঙ্গে। মঙ্গলবার রামপুরহাটে সভা ছিল তৃণমূল সাংসদের। কিন্তু হেলিকপ্টারে সমস্যা হওয়ায় দেরিতে বীরভূমে পৌঁছন তিনি। সভা শেষে পৌঁছন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদিন হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে বলেন, “সোনালি বিবির সঙ্গে দেখা করলাম। দু’জনেই সুস্থ রয়েছে। প্রটোকল মেনে সদ্যোজাতর কাছে যাইনি। সভা থেকে এসেছি ইনফেকশন হওয়ার ভয় থাকে, তাই যাইনি। সোনালি ও তাঁর মা সদ্যোজাতর নাম রাখার অনুরোধ করেন। আমি নাম রেখেছি আপন। কারণ, যে ভাবে ওঁদের পর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে, তা কল্পনা করা যায় না। এরা সবাই আমাদের আপন।” 

এছাড়া, অভিষেক সোনালির উপর হওয়া অত্যাচার নিয়েও সরব হন। তিনি জানান, শুধুমাত্র বাংলা বলার অপরাধে সোনালি ও তাঁর সন্তানকে ‘পুশব্যাক’ করে বাংলাদেশে পাঠানো হয়েছিল। হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। অভিষেক বলেন, “বাংলা বলার অপরাধে সোনালিকে সন্তান-সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশের পর ফিরিয়ে আনা হয়েছে। শারীরিক ও মানসিক অত্যাচর করা হয়েছে। বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে এই চোখের জলের দাম দিতে হবে।” 



You might also like!