
ইন্দোর, ৯ জানুয়ারি : মধ্যপ্রদেশের ইন্দোরে মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, ট্রাক ও গাড়ির সংঘর্ষে রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের মেয়ে-সহ তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সওয়া পাঁচটা নাগাদ রালামণ্ডল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে এবং তাঁর পরিচিত ওই দম্পতি একটি পার্টিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়ে দুর্ঘটনা ঘটে।
শুক্রবার ভোরে রালামণ্ডল এলাকায় তেজাজি নগর বাইপাসে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় আরও একজন মহিলা গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রেরণা রয়েছেন, যিনি মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেস নেতা বালা বচ্চনের মেয়ে এবং বর্তমানে রাজপুর আসনের বিধায়ক। প্রেরণা একটি গাড়িতে করে যাচ্ছিলেন, সেই গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
