
নয়াদিল্লি, ৯ জানুয়ারি : আইপ্যাকের দপ্তরে ঠিক কী হয়েছিল? ইডি-র কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার বেলা ১২টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি-র পক্ষ থেকে গতকালই জানানো হয়েছিল, আইপ্যাক অফিসে তাদের তল্লাশি অভিযান তথ্যপ্রমাণভিত্তিক এবং কোনও রাজনৈতিক প্রতিষ্ঠানকে এর মাধ্যমে নিশানা করা হয়নি। কোনও পার্টি অফিসে তল্লাশি চালানো হয়নি। উল্লেখ্য, তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের দফতরে বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি। তাতেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আইপ্যাক অফিসে চলে যান। অভিযোগ, ইডি-র কাজে বাধা দেন মুখ্যমন্ত্রী। ইডি-র অভিযোগ, নথি নিয়ে বেরিয়ে আসেন মমতা। এবার ইডি-র কাছে গতকালের ঘটনার রিপোর্ট তলব করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
