Entertainment

1 hour ago

Dev Raghu Dakat:সিনেমার বাইরেও মানবিক দেব, পুরুলিয়ার গ্রামে মাটিতে বসে কচিকাঁচাদের সঙ্গে খুনসুটি

Dev Raghu Dakat
Dev Raghu Dakat

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: 'রঘু ডাকাত' সিনেমার মুক্তির আর মাত্র এগারো দিন বাকি। ২৬ সেপ্টেম্বর ভোরবেলা 'হা রে রে রে…' ধ্বনিতে পর্দায় আসবেন রক্তমাখা খড়্গহাতে 'রঘু ঘোষ'। বহু প্রতীক্ষিত এই সিনেমার প্রচারের জন্য অভিনেতা দেব এখন ব্যস্ত। উত্তরবঙ্গে প্রচার শেষ করে তিনি এখন পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামে পৌঁছেছেন। সেখানেই সোমবার টলিউডের এই 'মেগাস্টার'কে এক অন্য মেজাজে দেখা গেছে।

উত্তরের প্রচার সফরে ঘিস নদীর গভীর জলে ‘ফিশ’ ধরেছিলেন, এবার পুরুলিয়ায় ‘খোকা’ ভিড়ে গেলেন কচিকাঁচাদের সঙ্গে। কখনও ‘রঘু’র নায়িকা ‘সৌদামিনী’কে নিয়ে আদিবাসী নাচে মেতে উঠলেন তো কখনও বা আবার দেবকে দেখা গেল মেঝেয় বসে খুদেদের কোলে নিয়ে আদর করতে। তারকাসুলভ হাবভাবের লেশমাত্র নেই! একেবারে মাটির মানুষের মতোই মাটিতে বসে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের জনজাতির সঙ্গে গল্প-আড্ডায় মজলেন টলিউড সুপারস্টার। রবিবার রাতেও হোটেলে ফিরে সেখানকার আদিবাসী রমণীদের সঙ্গে বাদ্যের তালে নাচ করেন দেব। গলায় হলুদ উত্তরীয়, পুরুলিয়ার অতিথি আপ্যায়ণের রীতি অনুযায়ী পরনে শাল পাতার মালা। খোশমেজাজে নাচতে দেখা গেল সুপারস্টার সাংসদকে। সেসব ক্যামেরাবন্দি মূহূর্ত আপাতত নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল।

প্রসঙ্গত, আগামী ২০ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে ‘রঘু ডাকাত’-এর মেগা ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। সেখানে যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে, অতিথিদের সুরক্ষাব্যবস্থা নিয়ে উত্তরবঙ্গে যাওয়ার আগেই কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মার সঙ্গে আলোচনা করে গিয়েছিলেন দেব। ‘ধূমকেতু’র মতোই ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানকেও যে দেব উৎসবে পরিণত করতে চাইছেন, তা বলাই বাহুল্য।

You might also like!