Entertainment

1 hour ago

Disha Patani :দিশা পাটানির বাবাকে মাঝরাতে ফোন, ‘নির্ভয়ে থাকুন’, বার্তা যোগী আদিত্যনাথের

up cm yogi adityanath calls disha patanis family over firing incident
up cm yogi adityanath calls disha patanis family over firing incident

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:১২ সেপ্টেম্বর রাতে অভিনেত্রী দিশা পাটানির উত্তরপ্রদেশের বরেলির বাড়িতে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়া হয়। এই ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা গ্যাং। তাদের অভিযোগ, দিশার বোন খুশবু পাটানি হিন্দু ধর্মগুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অসম্মান করেছেন। এই ঘটনার পর এবার দিশা পাটানির বাবা জগদীশ সিং পাটানিকে মধ্যরাতে ফোন করে কথা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ঘটনার পর দিশার বাবা জগদীশ জানান, “বরাতজোরে রক্ষা পেয়েছি। আর একটু হলেই বড় বিপদ হতে পারত। প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালিয়েছে ওরা। একটুর জন্য আমার গায়ে লাগেনি। আমার পোষ্য সেদিন হঠাৎ ডাকতে শুরু করায় আমি সতর্ক হয়ে যাই। সেইজন্যই গুলিবিদ্ধ হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছি। নইলে আমার গায়েও গুলি লাগত।” এবার অভিনেত্রীর বাবা জানালেন গত ১৪ সেপ্টেম্বর গভীর রাতে খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে ফোন করে খোঁজখবর নিয়েছেন। শুধু তাই নয়, দিশা পাটানির পরিবারের নিরাপত্তাও তিনি নিশ্চিত করেছেন বলে জানা গেল। যোগীর সঙ্গে কী কথা হল সেদিন জগদীশ সিং পাটানির? অভিনেত্রীর বাবা জানালেন, “১৪ সেপ্টেম্বর গভীর রাতে আমার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ফোন আসে। ঘটনায় শোকপ্রকাশ করে পরিবারের সকলের খোঁজখবর নেন উনি। এবং জানান, গোটা উত্তরপ্রদেশ তোমাদের পাশে রয়েছে। পাশাপাশি যোগীজি আমাদের পরিবারের সকলের নিরাপত্তা সুনিশ্চিত করেছেন।”

গত ২৯ জুলাই দিশা পাটানির বোন খুশবু পাটানি প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে নিয়ে একটি মন্তব্য করেন। মহিলাদের সম্পর্কে ওই সন্তদের বক্তব্যের বিরুদ্ধে সরব হন তিনি। যদিও পরে সেই পোস্ট মুছে দেন, তবে রেহাই পাননি গোল্ডি ব্রার গ্যাংয়ের তরফে। শুক্রবার ভোরে দিশা পাটনির বাবা প্রাক্তন পুলিশকর্তা জগদীশ পাটনির বরেলির বাড়িতে হামলা চালানো হয়। বাইকে করে এসে কয়েকজন এলোপাথাড়ি গুলি ছোড়ে বাড়ি লক্ষ্য করে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এপ্রসঙ্গে দিশার বাবা জগদীশ জানান, “আমরা সাধুসন্তদের সম্মান করি। অকারণে আমার মেয়েদের বিতর্কে জড়ানো হচ্ছে। আমরা সনাতন ধর্মে বিশ্বাসী। পুলিশ অভিযুক্তদের ধরার চেষ্টা করছে। বুলেটগুলি পরীক্ষা করে দেখা গিয়েছে, সেগুলি এদেশের নয়। বিদেশ থেকে আনা।”

You might also like!