দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটি পর্যায়ে নেওয়া হবে, যার মধ্যে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চ মাসে। সোমবার ছিল প্রথম ভাষার পরীক্ষা, এবং পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্র সংক্রান্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, প্রথম পর্যায়ের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩১ অক্টোবরের মধ্যে, এবং ফল প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই ওএমআর শিট আপলোড করা হবে।
সংসদ সভাপতি বলেন, “আমরা পরিদর্শনে গিয়েছিলাম। কোথাও কোনও অসুবিধা হয়নি। ছাত্রছাত্রীরা জানিয়েছে, তারা স্বচ্ছন্দে পরীক্ষা দিয়েছে।” পরীক্ষার দিন চালু ছিল ‘দুয়ার পোর্টাল’র অনলাইন অ্যাটেনড্যান্স সিস্টেম। তবে একসঙ্গে অনেকে অনলাইনে প্রবেশ করায় প্রথম দিনে সামান্য সমস্যার মুখে পড়তে হয়েছে। সভাপতির দাবি, “কাল থেকে আর সমস্যা হবে না। ফল প্রকাশের ৭২ ঘন্টার পর কেন ওএমআর সিট আপলোড, তা নিয়ে চিরঞ্জীবের বক্তব্য, “প্রায় ৪০ লক্ষ ওএমআর শিট একসঙ্গে আপলোড করলে সার্ভার ডাউন হয়ে যেতে পারে। তাই আগে ফলাফল প্রকাশ করা হবে, পরে ওএমআর শিট দেওয়া হবে।” এদিকে সংসদের তরফ থেকে জানান হয়, প্রথম দিনের পরীক্ষায় মোট অনুপস্থিত ছিলেন ৫৫২৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে উত্তরবঙ্গ আঞ্চলিক দপ্তরের আওতায় পরীক্ষা কেন্দ্রগুলির অনুপস্থিত ১৩২১ জন, বর্ধমানে ১৪৬৫ জন, মেদিনীপুরে ৬৬৮ জন এবং কলকাতায় ২৩৭৩ জন। এছাড়া ১৪ জন অসুস্থ পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি। তবে ৪৯৭ জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। কোথাও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ধরা পড়েননি কেউ। সংসদ সভাপতির দাবি, “প্রথম দিনে পরীক্ষার সার্বিক ছবি ইতিবাচক।”
তবে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিভাবকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। অভিযোগ, তিন মাস ধরে বই পাননি বহু ছাত্রছাত্রী। যদিও সংসদ সভাপতির জবাব, “তিন মাস নয়, এক মাস দেরি হয়েছিল। যে বিষয়টির বই দেরি হয়েছে, সেটির পাঠ ভিডিও টিউটোরিয়াল আকারে ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে। ফলে ছাত্রছাত্রীদের সমস্যা হওয়ার কথা নয়।” উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন ধাঁচে প্রথম দিন সফলভাবে সম্পন্ন হলেও, সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিক্ষা সংসদকে ভাবতে হবে বলে মনে করছেন শিক্ষকরা। বিশেষ করে, বিজ্ঞান বিষয়ের পরীক্ষার সময়সীমা বৃদ্ধি ও ওএমআর শিট আগেই বিতরণের মতো দাবিগুলি গুরুত্ব পাচ্ছে। এ প্রসঙ্গে সংসদের সভাপতি জানিয়েছেন, পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।