Game

1 hour ago

India Pakistan handshake: ২২ গজে অসহায় আত্মসমর্পণের পর এবার মাঠের বাইরে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সর্বোত্তম ‘যুদ্ধ’ ঘোষণা!

Ind vs Pak,Asia Cup 2025
Ind vs Pak,Asia Cup 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মাঠের লড়াইয়ে পাকিস্তান আত্মসমর্পণ করেছে। তাই এবার মাঠের বাইরে ভারতের বিরুদ্ধে ক্রিকেটীয় যুদ্ধে নামলেন সলমন আলি আঘারা। রবিবারের ভারত-পাক ম্যাচের পর ভারতীয় ক্রিকেটাররা বিরোধী দলীয় খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি, যা নিয়ে পিসিবি আইসিসির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। উল্লেখ্য, বর্তমানে এসিসির সভাপতি পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি।

রবিবার ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর পিসিবি থেকে বিবৃতি জারি করে বলা হয়, ‘টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন। সূর্যকুমারকেও একই নির্দেশ দেওয়া হয়েছিল।’ পাক বিবৃতিতে আরও বলা হয়, ম্যাচের পর ভারতীয়রা পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না, আম্পায়ারের তরফে এমন নির্দেশ ছিল না। তা সত্ত্বেও হাত না মিলিয়েই মাঠ ছাড়েন সূর্যরা। ভারতীয়দের এই আচরণে ক্ষুব্ধ হয়ে এবার এসিসির কাছে অভিযোগ জানিয়েছে পাক দল। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘পাক দলের ম্যানেজার নাভেদ আক্রম চিমা সরকারিভাবে ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। খেলোয়াড় সুলভ আচরণ করেনি ভারত, তাই অভিযোগ জানানো হল।’ তবে এই অভিযোগের ভিত্তিতে নকভির নেতৃত্বাধীন এসিসি ভারতের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি। গোটা ঘটনা নিয়ে আম্পায়ার অ্যান্ডি পাইক্রফটও কিছু বলেননি।

সূত্রের খবর অনুযায়ী, ম্যাচ শেষ হওয়ার পর পাকিস্তানি ক্রিকেটাররা ভারতীয় ড্রেসিংরুমে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তার আগেই ভারতের ড্রেসিংরুমের দরজা বন্ধ হয়ে যায়। অন্যদিকে, ম্যাচ শুরুর আগেই বোর্ডের শীর্ষ কর্তৃপক্ষ থেকে ভারতীয় খেলোয়াড়দের নির্দেশ দেওয়া হয় যে, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কেউ হাত না মেলাক। ভারতীয় দলের পক্ষ থেকে বোর্ডকে জানানো হয়, দল দুই দিন আগ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে এই সিদ্ধান্ত আম্পায়ারকে জানানো হয়েছিল কিনা, তা এখনও পরিষ্কার নয়। 

You might also like!