Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

Country

1 hour ago

Medicine GST:ওষুধের দাম কমছে, সংশোধিত মূল্য প্রকাশের নির্দেশ কেন্দ্রের

Medicine GST
Medicine GST

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ওষুধে জিএসটি কমানোর ফলে এখন বেশিরভাগ ওষুধের দাম কমতে চলেছে। সাধারণ মানুষ এই মাসের শেষ থেকেই এর সুফল পেতে পারেন। এরই মধ্যে কেন্দ্রীয় সরকার ফার্মা সংস্থাগুলোকে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের ওপর জিএসটি হার কমানোর পর সংশোধিত এমআরপি (MRP) প্রকাশ করার নির্দেশ দিয়েছে। এই নতুন মূল্য আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

সংবাদ সংস্থার খবর, ডিলার, খুচরো বিক্রেতা, রাজ্য ওষুধ নিয়ন্ত্রক এবং সরকারকে বিশেষ ফর্মে সংশোধিত মূল্য তালিকা জারি করতে বলা হয়েছে সংস্থাগুলিকে। যাতে সংশোধিত এমআরপি-র উল্লেখ থাকে। কিন্তু ওষুধ সরবরাহে যাতে কোনও সমস্যা না হয়, তাই সংস্থাগুলিকে ২২ সেপ্টেম্বরের আগে বাজারে থাকা নির্দিষ্ট ওষুধের স্টকগুলি প্রত্যাহার বা নতুন মূল্যের জন্য লেবেল করার প্রয়োজন নেই। তবে ঘাটতি রোধ করার জন্য সংস্থাগুলি পর্যায়ক্রমে নতুন লেবেল করতে পারে।

জিএসটি কাউন্সিলের সভায় ৩৩টি ওষুধের উপর জিএসটি বাতিল করা হয়েছে, যা বিশেষ করে ক্যানসার, রক্তের ব্যাধি এবং অন্যান্য গুরুতর রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। আগে এই ওষুধের উপর ১২ শতাংশ জিএসটি আরোপ করা হত, যা এখন সম্পূর্ণরূপে বাতিল করে শূন্য শতাংশ করা হয়েছে বা জিএসটি মুক্ত করা হয়েছে। এর স্পষ্ট অর্থ হল, রোগীদের আর এই ব্যয়বহুল ওষুধ কেনার উপর কর দিতে হবে না। এর ফলে চিকিৎসার খরচ কমবে এবং অসুস্থ রোগী এবং তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

You might also like!