Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

2 months ago

Pakistan Zindabad slogans: : ইদ মিলাদে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! উত্তেজনায় ফুঁসছে কর্নাটক

Pro-Pakistan slogans raised at Karnataka Eid Milad event
Pro-Pakistan slogans raised at Karnataka Eid Milad event

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:গণপতি বিসর্জনকে ঘিরে অশান্তির রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত হয়ে উঠল কর্নাটক। সোমবার শিবমেগা জেলার ভদ্রাবতী শহরে ঈদ মিলাদ উন নবির একটি অনুষ্ঠানে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান ওঠার অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ভদ্রাবতীর ওল্ড টাউনে  মুসলিম সম্প্রদায়ের আয়োজিত ওই জমায়েতে পাকিস্তানের পক্ষে স্লোগান দেওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক উসকানিমূলক অডিও প্লে করা হয়। 

জানা গিয়েছে, সম্প্রতি এই সংক্রান্ত এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযোগ, গত সোমবার ভদ্রাবতী শহরে মুসলিমদের আয়োজিত ওই অনুষ্ঠানেই পাকিস্তানের সমর্থনে স্লোগান দেওয়া হয়। শিবমেগা জেলার পুলিশ প্রধান মিথুন কুমার বলেন, ”এই ঘটনা সোমবারের। ঘটনাস্থল ভদ্রাবতী বলে অনুমান করা হচ্ছে।  সেইমতো সেখানে তদন্ত শুরু করেছি। যারা যারা অনুষ্ঠানে ছিলেন তাঁদের খোঁজ শুরু হয়েছে। ভাইরাল ভিডিওর সত্যতা খতিয়ে দেখার পাশাপাশি ঘটনাস্থল ও সেখানে উপস্থিত লোকজনকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।” ওই আধিকারিক আরও জানিয়েছেন, “ইতিমধ্যেই ঘটনার তদন্তে ৩ পর্যবেক্ষকের নেতৃত্বে তিনটি দল  গঠন করা হয়েছে। ড্রোন, সিসিটিভি ও অন্যান্য ভিডিও খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আমরা খতিয়ে দেখছি। যারা যারা এই ঘটনায় যুক্ত তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। পাশাপাশি বিজেপি সাংসদ  সুধাকর বলেন, “এই ঘটনা প্রমাণ করে রাজ্যে কংগ্রেস শাসনে দেশবিরোধী তত্ত্ব মাথাচাড়া দিয়ে উঠেছে।” 

প্রসঙ্গত, কিছুদিন আগেই কর্নাটকের মাদ্দুর অঞ্চলে গণপতি বিসর্জনকে ঘিরে ছড়িয়েছিল উত্তেজনা। বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন কয়েকজনের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ ওঠে, যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পাল্টা প্রতিক্রিয়ায় শোভাযাত্রায় অংশ নেওয়া জনতাও আক্রমণ চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  সেখানে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ঈদ মিলাদ উন নবির অনুষ্ঠান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কর্নাটকের ভদ্রাবতী শহর।

You might also like!