দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জশপ্রীত বুমরাহকে ছক্কা মারবেন—এমনই ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার তানভীর আহমেদ, যে সাইম আইয়ুবের ক্ষমতা রয়েছে ভারতীয় পেসারের বলে ৬টি ছক্কা হাঁকানোর। কিন্তু এশিয়া কাপের ম্যাচে সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি। বরং আইয়ুব বুমরাহর মুখোমুখি হওয়ার সুযোগও পাননি, কারণ হার্দিক পাণ্ডিয়ার বলে ‘গোল্ডেন ডাক’ খেয়ে সাজঘরে ফিরে যান তিনি।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে পাকিস্তান। মাত্র একটা বল খেলে পয়েন্টে দাঁড়ানো বুমরাহর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আইয়ুব। স্কোর বোর্ডে তখন মাত্র ১ রান। এর ফলে তিনি ছুঁয়েছেন বাবর আজমকেও। এর আগে টানা দু’টো ম্যাচে শূন্যে আউট হওয়ার রেকর্ড ছিল বাবর আজমের নামে। এবার সেই লজ্জার রেকর্ডবুকে নাম তুলে ফেললেন। এশিয়া কাপে একেবারেই ছন্দহীন আইয়ুব। প্রথম ম্যাচে ওমানের বিরুদ্ধে শূন্য করার পর ভারতের বিরুদ্ধেও ছবিটা বদলায়নি। এমন হতশ্রী ব্যাটিংয়ের পর সোশাল মিডিয়ায় ট্রোলের শিকার তিনি।
ম্যাচের আগে আইয়ুব সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে ভয়বিহীন ক্রিকেট খেলবেন তাঁরা। কিন্তু মাঠে ভারতের শক্তির সামনে পাকিস্তান যেন ভয় পেয়ে গুটিয়ে যায়। টিম ইন্ডিয়ার কাছে পাক দল একেবারেই পাত্তা পায়নি এবং ৭ উইকেটের মতো বড় ব্যবধানে পাকিস্তান হেরেছে। এই পরাজয়ের পর নেটিজেনরা তীব্র সমালোচনা করেন, “বিশ্বমানের বোলিংয়ের সামনে পা কাঁপলে কখনো সফল হওয়া যায় না।” কেউ তাঁকে ‘ঘণ্টে কা প্রিন্স’ বলে কটাক্ষ করেছেন।
Hardik pandya dismissed Ghante ka Prince in 1st ball pic.twitter.com/z6ibmBl5Zq
— S.Bhai33 (@HPstanno1) September 14, 2025