Country

3 hours ago

CP Radhakrishnan Oath: দেশের ১৫–তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ সিপি রাধাকৃষ্ণনের, উপস্থিত প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও

Prime Minister Narendra Modi with Vice President-elect CP Radhakrishnan
Prime Minister Narendra Modi with Vice President-elect CP Radhakrishnan

 

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর : শুক্রবার সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন। এদিন রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও উপস্থিত ছিলেন। পাশাপাশি, শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং এনডিএ-র সহযোগী দলগুলির নেতারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন ইন্ডি জোটের প্রার্থী প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। রাজ্যসভার মহাসচিব এবং নির্বাচনী আধিকারিক পিসি মোদী ফলাফল ঘোষণা করে বলেছিলেন যে, ৭৮১ জন সাংসদের মধ্যে ৭৬৭ জন ভোট দিয়েছেন, ৯৮.২ শতাংশ ভোট হয়েছে। এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন ৪৫২ ভোট পেয়েছেন। আর বিরোধী জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি ৩০০ ভোট পেয়েছেন। উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর রাধাকৃষ্ণন মহারাষ্ট্রের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন।

প্রসঙ্গত, গত ২১ জুলাই প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগের কারণেই এই নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে।

You might also like!