International

2 hours ago

Donald Trump :লক্ষ ডলারের বোঝা নিয়ে সমস্যায় পড়ল কোন কোন দেশ? ট্রাম্পের কঠোর নির্দেশ

Donald Trump
Donald Trump

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মার্কিন সংস্থাগুলি এখন থেকে দক্ষ ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদেশি কর্মী নিয়োগে আগের মতো স্বাধীনতা পাবেন না। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক নির্দেশনামায় স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে এইচ-১বি ভিসার জন্য সংস্থাগুলিকে বছরে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকা) অর্থ প্রদান করতে হবে।

এইচ-১বি ভিসা মূলত একটি অ-অভিবাসী ভিসা, যা বিভিন্ন দেশের দক্ষ কর্মীদের আমেরিকায় এসে সংস্থার হয়ে কাজ করার সুযোগ দেয়। যদিও ট্রাম্প সরাসরি এই ভিসার পথ বন্ধ করছেন না, তবে মোটা অঙ্কের ফি ধার্য করার মাধ্যমে তিনি কার্যত মার্কিন সংস্থাগুলিকে এমন কর্মী নিয়োগ থেকে বিরত রাখার ব্যবস্থা করছেন।

বিশ্লেষকরা বলছেন, এই নতুন নীতি বাস্তবে লাগু হলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিদেশি দক্ষ কর্মীদের নিয়োগে বড় প্রভাব পড়বে এবং সংস্থাগুলি হয়তো দেশীয় কর্মী নিয়োগের দিকে ঝুঁকবে।সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের এই নির্দেশনামার কারণে আমেরিকার তথ্যপ্রযুক্তি ক্ষেত্র বড়সড় ধাক্কা খেতে চলেছে। অধিকাংশ তথ্যপ্রযুক্তি সংস্থাই দক্ষ বিদেশি কর্মীদের উপর নির্ভর করে থাকে। অধিকাংশ কর্মী যান ভারত এবং চিন থেকে। শুক্রবার নতুন নির্দেশে ট্রাম্প স্বাক্ষর করার পর তাঁর বাণিজ্যসচিব হোয়ার্ড লুটনিক তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির উদ্দেশে বলেন, ‘‘আপনারা যদি কাউকে কাজ শেখাতে চান, নিয়োগ করতে চান, আমাদের এখানকার এত বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যাঁরা পাশ করছেন, তাঁদের শেখান। আমেরিকানদের শেখান, আমেরিকানদের নিয়োগ করুন। বাইরে থেকে লোক এনে আমাদের নাগরিকদের চাকরি খাওয়া বন্ধ করুন।’’

ট্রাম্পের নির্দেশে আলাদা করে কোনও দেশের নাম উল্লেখ করা হয়নি। যে কোনও দেশের দক্ষ কর্মচারীর ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য হবে। তবে প্রধানত ভারত ও চিনের কর্মীদের আমেরিকায় চাকরি পাওয়া এর পর কঠিন হয়ে দাঁড়াবে বলে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন। গত বছর আমেরিকায় এইচ-১বি ভিসা থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন ভারতের কর্মীরা। ভারত থেকে ৭১ শতাংশ আবেদন মঞ্জুর হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানেই আছে চিন। সেখান থেকে ১১.৭ শতাংশ ভিসার আবেদন মঞ্জুর করা হয়েছে।

ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসনের বিরুদ্ধে কঠোর হয়েছেন। দাবি, বাইরের দেশ থেকে লোকজন আমেরিকায় ঢুকে সেখানকার নাগরিকদের অধিকারে ভাগ বসাচ্ছেন। তবে এইচ-১বি ভিসা নিয়ে নতুন যে নির্দেশ তিনি কার্যকর করতে চাইছেন, তা ইতিমধ্যে আমেরিকাতেও সমালোচনার মুখে পড়েছে। অনেকের দাবি, এতে হিতে বিপরীত হতে পারে। দক্ষ বিদেশিদের নিয়োগ করার জন্য এর পর বিভিন্ন সংস্থা আমেরিকান কর্মীদের বেতন কমিয়ে দিতে পারে। আবার অনেকের মতে, বিদেশি প্রতিভাদের সুযোগ না দিলে মার্কিন অর্থনীতিই আখেরে ক্ষতিগ্রস্ত হবে।

পরিসংখ্যান বলছে, ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে আমেরিকায় বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, গণিত প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে বিদেশি দক্ষ কর্মীদের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। রয়টার্স জানিয়েছে, বিদেশি কর্মীদের সংখ্যা ২৫ লক্ষের কাছাকাছি।


You might also like!