Horoscope

2 hours ago

Saraswati Puja 2026:পুরোহিত ছাড়াই বাড়িতে হোক বাগ্‌দেবীর আরাধনা, স্টেপ-বাই-স্টেপ গাইড মেনে নিজেই করুন পুষ্পাঞ্জলি

Saraswati Puja 2026
Saraswati Puja 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উৎসব সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতেই জগতসংসারে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আবির্ভূতা হয়েছিলেন দেবী সরস্বতী। কেবল শিক্ষার্থী নয়, সুস্থ মনন ও প্রজ্ঞার সন্ধানে থাকা প্রতিটি মানুষের জন্যই এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

২৩ জানুয়ারি শুক্রবার পালিত হবে সরস্বতী পুজো। বাড়িতে কী ভাবে দেবী সরস্বতীর আরাধনা করবেন তা জেনে নিন। বাড়িতে পুরোহিত ডেকে পুজো করানো সব সময় সবার পক্ষে সম্ভব হয় না। সরস্বতী পুজোর দিন পুরোহিতরা প্রচণ্ড ব্যস্ত থাকেন, সেই কারণে ঠিক মতো সময়ও তাঁরা অনেকে দিতে পারেন না। জেনে নিন কী ভাবে নিজেই বাড়িতে বাগদেবীর আরাধনা করে তাঁকে তুষ্ট করবেন।

সরস্বতী পুজোর শুভ সময়

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পঞ্চমী পড়বে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৮ মাঘ এবং ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ২টো ৩০ মিনিটে। পঞ্চমী থাকবে ২৩ জানুয়ারি শুক্রবার অর্থাৎ বাংলা ক্যালেন্ডারে ৯ মাঘ রাত ১টা ৪৭ মিনিটে।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে পঞ্চমী পড়বে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৮ মাঘ এবং ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১টা ৩৭ মিনিট ৪০ সেকেন্ডে। পঞ্চমী তিথি শেষ হচ্ছে ২৩ জানুয়ারি শুক্রবার অর্থাৎ বাংলা ক্যালেন্ডারে ৯ মাঘ রাত ১২টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডে।

পুজো করার জন্য সবচেয়ে ভালো সময় ২৩ জানুয়ারি সকাল ৭টা ১৫ মিনিট থেকে বেলা ১২টা ৫০ মিনিট পর্যন্ত। বাগদেবীর আরাধনা, অঞ্জলি দেওয়া, বই-কলমের পুজো করার জন্য এটাই শ্রেষ্ঠ সময়।

সরস্বতী পুজোর পদ্ধতি

বসন্ত পঞ্চমীর দিন ভোরবেলা বিছানা ছাড়ুন। সকালে ঘুম থেকে উঠে মাথা নীচু করে মাটি স্পর্শ করে প্রণাম করুন। এরপর স্নান সেরে হলুদ পোশাক পরুন। এ দিন হলুদ পোশাক পরা শুভ বলে মনে করা হয়। মা সরস্বতীর মূর্তি গঙ্গাজলে পরিষ্কার করে তাঁকে হলুদ বা সাদা বস্ত্র পরান। চন্দন, হলুদ, ফল, ফুল, রোলি, কেশর এবং চাল নিবেদন করুন। দেবীকে পুজোর ভোগ হিসেবে খিচুড়ি, দই ও হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন। দেবীর পায়ের কাছে বই, খাতা ও পেন রাখুন। যাঁরা গান বাজনার সঙ্গে যুক্ত, তাঁরা বাদ্যযন্ত্র রাখতে পারেন। এরপর ১০৮ বার 'ওম ইন ইন মহাসরস্বতীয় নমহঃ' মন্ত্র জপ করুন। এরপর দেবীকে ভক্তিভরে প্রণাম করুন ও তাঁর কৃপা প্রার্থনা করুন।

সরস্বতী পুজোর টোটকা

পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হওয়ার সুযোগ পেতে সরস্বতী পুজোর দিন দেবীকে ৩৫টি লবঙ্গ নিবেদন করুন ও ৩৫ বার 'ওম ত্রাম ওম' মন্ত্র জপ করুন। হয়ে গেলে লবঙ্গগুলো দক্ষিণ দিকের মাটিতে পুঁতে দিন।

সন্তান পড়াশোনায় ভালো ফল না করলে দেবীকে সাদা চন্দন এবং হলুদ ও সাদা ফুল নিবেদন করুন। এরপর ধূপকাঠি জ্বালিয়ে ১১ বার 'ওম হ্রুম হ্রুম সরস্বতীই নমহঃ' মন্ত্র জপ করুন।


You might also like!