Health

2 hours ago

Nipah Virus Guidlines: নিপা সংক্রমণ মোকাবিলায় রাজ্যের নতুন গাইডলাইন, স্বাস্থ্য দফতরের নির্দেশিকা প্রকাশ

Nipah Virus
Nipah Virus

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার। নিপায় আক্রান্ত রোগী, উপসর্গযুক্ত ব্যক্তি এবং তাঁদের পরিচর্যায় যুক্ত পরিবার ও স্বাস্থ্যকর্মীদের জন্য এই নির্দেশিকা তৈরি করা হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের পাঁচ সদস্যের চিকিৎসক দল এই গাইডলাইন প্রস্তুত করেছে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই গাইডলাইনের মূল লক্ষ্য হল সংক্রমণের ঝুঁকি কমানো এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা। নিপা আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের কীভাবে আলাদা করে রাখতে হবে, কী ধরনের সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করতে হবে এবং চিকিৎসার সময় কী কী সতর্কতা মানা জরুরি—সবই বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।

গাইডলাইন অনুযায়ী :

১। নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীর রক্ত, ফ্লুইড, লালা, হাঁচি-কাশির ড্রপলেট ইত্যাদির সংস্পর্শে আসা ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে ২১ দিনের হোম কোয়ারেন্টিনে রাখতে হবে।
২। নিপা আক্রান্ত কিংবা নিপার উপসর্গ থাকা রোগীর সঙ্গে বন্ধ, সীমাবদ্ধ জায়গায় কাটানো মানেই তাকে 'হাইরিস্ক' বলে গাইডলাইনে উল্লেখ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।
৩। এর পাশাপাশি গাইডলাইন অনুযায়ী, হোম কোয়ারেন্টিন থাকাকালীন ওই ব্যক্তিকে দিনে ২ বার চিকিৎসা করাতে হবে। তবে উপসর্গ ধরা পড়লেই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হতে হবে হোম কোয়ারেন্টিন থাকা ব্যক্তিকে। রাখতে হবে আইসোলেশন ওয়ার্ডে।
৪। একইভাবে নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীর জামা-কাপড়ের সংস্পর্শে এলে অথবা রোগীর সংস্পর্শে এলেও ২১ দিন পর্যবেক্ষণে রাখতে হবে এবং প্রত্যেকদিন তাঁকে ফোন করে খোঁজ নেবে স্বাস্থ্য ভবন। যদি তাঁরও উপসর্গ দেখা যায়, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে তাঁকে।  
৫। এর পাশাপাশি গাইডলাইন অনুযায়ী, নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীর দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তিকেও পর্যাপ্ত সুরক্ষা নিয়ে কাজ করতে হবে।
৬। যাদের কোনও উপসর্গ নেই, তাদের ক্ষেত্রে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে, একটি বিশেষ ধরনের অ্যান্টিভাইরাল ওষুধ খাওয়ারও নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
৭। অন্যদিকে, যাদের উপসর্গ দেখা যাবে, তাদেরকে হাসপাতালে ভর্তি করতেই হবে। যেহেতু নিপায় সংক্রমণের ক্ষেত্রে কোনও ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি, সেক্ষেত্রে পরীক্ষামূলকভাবে বিকল্প দুটি অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োগ করতে হবে এইসব রোগীর ক্ষেত্রে।


পরীক্ষা করানো সংক্রান্ত সরকারি গাইডলাইন :

১। RTPCR টেস্টের জন্য তাদের নমুনা দ্রুত পাঠানোরও নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। গাইডলাইনে উল্লেখ করা হয়েছে, একদিনের মধ্যে অন্তত দু'বার রিপোর্ট নেগেটিভ আসলে তবেই ওষুধ বন্ধ হবে, নয়তো নয়। স্বাস্থ্যকর্মীদের কেউ যদি এই ধরনের রোগীর সংস্পর্শে আসেন, কিন্তু তাঁর উপসর্গ না থাকলে তিনি মাস্ক পরে, PPE কিটের মতো ব্যক্তিগত সুরক্ষা নিয়ে কাজ চালিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে তাঁকে কোয়ারেন্টিন করার কোনও প্রয়োজন নেই।  
২। অন্যদিকে, স্বাস্থ্যকর্মীদের মধ্যে নিপার সংক্রমণ ঠেকাতে ২ সপ্তাহ একটি বিশেষ ধরনের অ্যান্টিভাইরাল ওষুধ খেতে বলা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে। এর পাশাপাশি, গাইডলাইনে উল্লেখ করা হয়েছে, নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীর দায়িত্ব নিতে হবে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, স্নায়ুরোগ বিশেষজ্ঞদের।
৩। যে রোগীর নিপায় পজিটিভ রিপোর্ট এসেছে, ৫ দিন অন্তর তাঁর নমুনা পরীক্ষা করা হবে। লালারস, ইউরিন এবং রক্ত এই ৩টি নমুনার আলাদা আলাদা রিপোর্ট যদি একদিনের মধ্যে দু'বার নেগেটিভ আসে, তবেই রোগীকে হাসপাতাল থেকে ছা়ড়া হবে। নয়তো নয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ৯০ দিন পর্যন্ত রোগীকে পর্যবেক্ষণে রাখারও নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।


You might also like!