Country

1 hour ago

National Startup Day 2026: জাতীয় স্টার্টআপ দিবসে শুক্রবার স্টার্টআপ ইন্ডিয়া দশক উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি : জাতীয় স্টার্টআপ দিবস উপলক্ষে শুক্রবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে বেলা ১টায় স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের দশক উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আলাপচারিতা করবেন ভারতের প্রাণবন্ত স্টার্টআপ পরিমণ্ডলের সদস্যদের সঙ্গে। নির্বাচিত কয়েকজন স্টার্টআপ প্রতিনিধি তাঁদের উদ্যোগ যাত্রার খুঁটিনাটি অভিজ্ঞতা ভাগ করে নেবেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ভাষণও দেবেন।

উল্লেখ্য, স্টার্টআপ ইন্ডিয়া শুরু হয়েছিল ২০১৬-র ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর হাত দিয়ে একটি রূপান্তরকারী জাতীয় কর্মসূচি হিসেবে, যা উদ্ভাবনকে লালন করবে, উদ্যোগের প্রসার ঘটাবে এবং বিনিয়োগচালিত বৃদ্ধি সুনিশ্চিত করবে। এর লক্ষ্য, ভারতকে শুধুমাত্র কাজ খোঁজার তুলনায় কাজ সৃষ্টির দেশ হিসেবে গড়ে তোলা। গত এক দশকে স্টার্টআপ ইন্ডিয়া ভারতে অর্থনৈতিক এবং উদ্ভাবন স্থাপত্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে শক্তিশালী করেছে, মূলধন ও পরামর্শ পাওয়ার সুযোগ বাড়িয়েছে এবং বিভিন্ন ক্ষেত্র এবং ভূমন্ডল জুড়ে বেড়ে ওঠার মতো পরিবেশ সুনিশ্চিত করেছে। ভারতের স্টার্টআপ পরিমণ্ডল এই সময়ের মধ্যে অভূতপূর্ব প্রসারের সাক্ষী থেকেছে। সারা দেশে ২ লক্ষের বেশি স্টার্টআপ স্বীকৃতি পেয়েছে। এই সংস্থাগুলি কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবনের নেতৃত্বে অর্থনৈতিক বৃদ্ধির গুরুত্বপূর্ণ চালক হয়ে উঠেছে, বিভিন্ন ক্ষেত্রে ঘরোয়া মূল্যশৃঙ্খলকে জোরদার করছে।

You might also like!