Game

1 hour ago

ICC Player of the Month: আইসিসি প্লেয়ার অব দা মান্থ, প্রথমবার মাস সেরা স্টার্ক, উলভার্ট দ্বিতীয়বার

Starc, Wolvaardt named ICC players of the month
Starc, Wolvaardt named ICC players of the month

 

দুবাই, ১৬ জানুয়ারি : অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা পেসার মিচেল স্টার্ক পেলেন বড় এক স্বীকৃতি। প্রথমবারের মতো ডিসেম্বরের আইসিসি প্লেয়ার অব দা মান্থের পুরস্কার জিতলেন এই তারকা পেসার। মেয়েদের ডিসেম্বরের সেরা হলেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। গত মাসের সেরা পুরুষ ও মহিলা ক্রিকেটারের নাম বৃহস্পতিবার প্রকাশ করে আইসিসি। পুরুষদের সেরার লড়াইয়ে স্টার্ক হারান নিউ জিল্যান্ডের পেসার জেকব ডাফি ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রেভসকে। আর মহিলাদের লড়াইয়ে স্বদেশী অলরাউন্ডার সুনে লিস ও ভারতের ব্যাটার শেফালি ভার্মাকে পেছনে ফেলেন উলভার্ট। উলভার্ট স্বীকৃতিটি পেলেন দ্বিতীয়বার। উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে রানের স্রোত বইয়ে গত অক্টোবরের সেরা হয়েছিলেন তিনি।

You might also like!