Horoscope

1 hour ago

Astrology update: পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির বিশেষ যোগ, একসঙ্গে সাত ঘোড়া টানবে সাফল্যের রথ—কারা হবেন লাভবান?

Punarvasu Nakshatra
Punarvasu Nakshatra

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বৃহস্পতি, জ্ঞান, ভাগ্য, সমৃদ্ধি ও আধ্যাত্মিকতার প্রতীক, ধনু ও মীন রাশির অধিপতি এবং দেবগুরু হিসেবে পরিচিত। উদারতা, ন্যায়বিচার ও বুদ্ধিমত্তা বৃদ্ধি করায় বৃহস্পতির প্রভাবকে শুভ মনে করা হয়। এই মাসে বৃহস্পতি নিজের স্থান বদলাতে চলেছেন। ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার সকাল ১০:৫৩ মিনিটে তিনি পুনর্বসু নক্ষত্রের প্রথম ঘরে প্রবেশ করবেন। জ্যোতিষ মতে, এই গোচর থেকে বিশেষভাবে ৪টি রাশির জাতক লাভবান হবেন।

জানেন কোন ৪ রাশির জাতকরা প্রভাবিত হবেন?

কন্যা রাশি: 

বৃহস্পতির নক্ষত্রমণ্ডলে গমন শুভ ফল বয়ে আনতে পারে কন্যা রাশির জাতকদের জন্য। সাফল্য অর্জনের জন্য করা কঠোর প্রচেষ্টা ইতিবাচক ফল বয়ে আনবে। জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জীবনে নানা শুভ লক্ষণ দেখা দিতে পারে। দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান হবে। এই সময়ে গাড়ি বা সম্পত্তি কেনারও সুযোগ আসতে পারে।

বৃশ্চিক রাশি: 

বৃশ্চিক রাশির জাতকদের জন্য বৃহস্পতির গোচর লাভজনক হতে পারে। এই সময় বৃশ্চিক রাশির অধীন শিক্ষার্থীদের জন্য অনুকূল হবে। বড় কোনও সাফল্য তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। কাজের প্রতি আরও উদ্যমী বোধ করবেন। মুলতুবি থাকা কাজ সম্পন্ন হবে। বিপদে বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন। এই সময় থেকে ধীরে ধীরে পাল্টাবে ভাগ্যের চাকা।

ধনু রাশি: 

ধনু রাশির জাতকদের জন্য বৃহস্পতির গোচর অত্যন্ত শুভ প্রমাণিত হবে। তাঁরা কর্মক্ষেত্রে রাজনীতি এবং মানসিক চাপ থেকে মুক্ত থাকবেন। ব্যবসায় উল্লেখযোগ্য লাভের মুখ দেখতে পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বিয়ে বা প্রেমের সম্পর্কে নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়বে। তাঁরা তাদের পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন।

মীন রাশি:

মীন রাশির জাতকদের জন্য বৃহস্পতির নক্ষত্রমণ্ডলের মধ্য দিয়ে গোচর লাভের পথ খুলে দেবে। যে কোনও বড় সমস্যার অবসান হবে। পুরোনো পরিকল্পনা অনুযায়ী কাজ করার সুযোগ থাকবে। আর্থিক লাভের পথ খুলে যাবে, ঋণের বোঝা কমবে। মীন রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, জ্ঞানের পথ খুলে যাবে। জীবনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন।

You might also like!