
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অন্দরসজ্জায় সবুজের ছোঁয়া এখন ঘরের সৌন্দর্য বাড়ানোর অন্যতম ট্রেন্ড। বিশেষ করে শোবার ঘরে কয়েকটি ইনডোর প্ল্যান্ট রাখলে যেমন চোখ জুড়োয়, তেমনই মনও থাকে সতেজ। অনেকেই মনে করেন, ঘরে গাছ থাকলে হাওয়া-বাতাসও পরিষ্কার থাকে। তবে বিশেষজ্ঞদের মতে, সব গাছ শোবার ঘরের জন্য উপযুক্ত নয়। আলো-বাতাস কম পাওয়া ঘরে কিছু গাছ দ্রুত নষ্ট হয়ে যায়, আবার কিছু গাছ স্বাস্থ্যঝুঁকিও বাড়াতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিছু গাছ রাতে বেশি মাত্রায় কার্বন ডাই-অক্সাইড ছাড়ে। ফলে দীর্ঘ সময় শোবার ঘরে রাখলে শ্বাসপ্রশ্বাসে অস্বস্তি তৈরি হতে পারে। পাশাপাশি, আর্দ্রতা ও রক্ষণাবেক্ষণের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি জল বা অতিরিক্ত স্যাঁতসেঁতে পরিবেশে কিছু গাছ থেকে ছত্রাক বা ফাঙ্গাস জন্মাতে পারে, যা অ্যালার্জির কারণ হয়ে উঠতে পারে।
* ইচেভেরিয়ার: নরম রঙের এই সাকুলেন্ট দেখতে ভারি মিষ্টি। কম জায়গা লাগে বলে অনেকে একে বেডসাইড টেবিলে রাখেন। কিন্তু এই গাছ চড়া রোদে বেশি ভালো থাকে। শোবার ঘরের মৃদু আলোয় এই গাছ লম্বাটে ও ফ্যাকাসে হয়ে যায়। এর শ্রী ধরে রাখতে দক্ষিণমুখী জানলাই একমাত্র ভরসা।
* বোস্টন ফার্ন: সবুজ ঝোপের মতো সুন্দর দেখতে হলেও শোবার ঘরের জন্য গাছটি উপযুক্ত নয়। এই গাছের জন্য প্রচুর জল প্রয়োজন। বদ্ধ ঘরে আর্দ্রতা কম থাকলে এর সূক্ষ্ম পাতাগুলি শুকিয়ে ঝরে পড়তে থাকে। এতে ঘর নোংরা হয় বেশি। শোবার ঘরে গাছটি কখনওই রাখবেন না।
* ফিডল লিফ ফিগ: ইদানীং ড্রয়িং রুমে এই গাছ রাখার চল বেড়েছে। অনেকে বেডরুমের কোণাতেও এটি রেখে থাকেন। কিন্তু মনে রাখবেন, এটি বেশ বড় আকারের হয়। শোবার ঘরের সীমিত জায়গায় এর বড় পাতাগুলি চলাফেরায় অসুবিধা করে। পর্যাপ্ত রোদ না পেলে এই গাছ খুব দ্রুত পাতা ঝরিয়ে কঙ্কালসার হয়ে ওঠে।
* রাবার প্ল্যান্ট: চকচকে গাঢ় পাতার রাবার প্ল্যান্ট ঘরের আভিজাত্য বাড়ায় ঠিকই, কিন্তু এর জন্য প্রয়োজন খোলামেলা জায়গা ও পর্যাপ্ত আলো। বেডরুমে সাধারণত এই পরিমাণ আলো পাওয়া যায় না। এছাড়া এর দ্রুত বৃদ্ধি শোবার ঘরের ছিমছাম ভাব নষ্ট করে ফেলে।
* প্রেয়ার প্ল্যান্ট: প্রেয়ার প্ল্যান্ট যেকোনও ঘরের সৌন্দর্য বাড়াতে দারুণ ভূমিকা রাখে। তবে শোবার ঘরে এটি না রাখাই ভালো। কলের জলে থাকা ফ্লোরাইড এই গাছের ভীষণ ক্ষতি করে। পুরসভার সরবরাহ করা সাধারণ জল ব্যবহারে গাছের পাতার ধারগুলো খয়েরি হয়ে কুঁকড়ে যায়। এর বদলে প্রেয়ার প্ল্যান্টে বৃষ্টির জল বা বোতলজাত জল ব্যবহার করা উচিত। যেহেতু প্রচুর জল দিতে হয় গাছটিতে, তাই একে বাথরুম বা রান্নাঘরে রাখা ভালো।
সুগন্ধি গার্ডেনিয়া বা গন্ধরাজ দেখতে যতই আকর্ষণীয় হোক, ঘরের ভেতরের তাপমাত্রার ওঠানামা এরা একেবারেই সহ্য করতে পারে না। তাই ঘর সাজাতে গাছ বাছার আগে তার স্বভাব ও প্রয়োজন ভালো করে জেনে নেওয়া জরুরি—নচেৎ শখের বাগান অল্পদিনেই নষ্ট হয়ে যেতে পারে।
