
কলিয়াবর (অসম), ১৮ জানুয়ারি : কলিয়াবর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে এসেছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। আজ সকাল প্রায় ১১:২০ মিনিটে গুয়াহাটির খানাপাড়া ময়দানে অস্থায়ী হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রী, রাজ্যপাল নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবরের উদ্দেশে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে যাত্রা করেন। এখানে মৌসন্দা মাঠে অস্থায়ী হেলিপ্যাডে তাঁদের নিয়ে অবতরণ করে বায়ুসেনার হেলিকপ্টার। মৌসন্দা মাঠে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীকে বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর প্রায় এক হাজার শিল্পী নাচে-গানে স্বাগত জানান। কলিয়াবরে ৬,৯৫০ কোটির বেশি টাকা ব্যয়ে প্রস্তাবিত নির্মীয়মাণ কাজিরঙা এলিভেটেড করিডর প্রকল্পের ভূমিপূজন এবং দুটি নতুন ‘অমৃত ভারত এক্সপ্রেস’ ট্রেনের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী।
