
লখনউ, ১৭ জানুয়ারি : তাজনগরী আগ্রায় তাপমাত্রার পারদ নামল ৬ ডিগ্রি সেলসিয়াসে। শনিবারও আগ্রা শহরে তীব্র শীতের আমেজ বজায় থাকল, পাশাপাশি ঘন কুয়াশার দাপট ছিল। ঘন কুয়াশার কারণে এদিন সকালে তাজ ভিউ পয়েন্ট থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না তাজমহল। আইএমডি জানিয়েছে, শনিবার আগ্রার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। সমগ্র উত্তর ভারতজুড়ে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। এদিন ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল উত্তর প্রদেশের মোরাদাবাদ। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.০ ডিগ্রি সেলসিয়াস। শীতে কাঁপছে উত্তর প্রদেশের অযোধ্যাও। এছাড়াও ফিরোজাবাদ, লখনউ, প্রয়াগরাজ সর্বত্রই শনিবার কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে।
