International

2 hours ago

Iran protests: ইরান থেকে দেশে ফিরলেন ভারতীয়রা, আত্মীয়কে জড়িয়ে কান্না

India brings back citizens from Iran
India brings back citizens from Iran

 

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি : ইরানে বিক্ষোভ ক্রমশ তীব্র আকার নিচ্ছে। মৃত্যু হয়েছে বহু মানুষের। এই পরিস্থিতিতে ভারতীয়দের যত দ্রুত সম্ভব ইরান ছাড়ার পরামর্শ দিয়েছিল বিদেশ মন্ত্রক। সেই অনুযায়ী শনিবার সকালে ইরান থেকে ভারতীয়দের নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করল বিমান। আত্মীয়দের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন অনেকেই। ইরানের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত সরকার। সম্প্রতি বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জট দ্রুত সম্ভব সে দেশ থেকে যেন চলে আসেন ভারতীয়রা। সেই মতো মাতৃভূমি ফিরে আসছেন ভারতীয়রা। শনিবার সকালেই অনেকে দিল্লি ফিরে আসেন। দিল্লি বিমানবন্দরেই আত্মীয়দের জড়িয়ে ধরে কেঁদে ফেলেন অনেকে।

You might also like!