International

1 day ago

US Attacks Venezuela: কারাকাসে প্রেসিডেন্টের প্রাসাদের আশপাশে ফের গুলির শব্দ, বাড়ানো হলো নিরাপত্তা

Heavy Gunfire Near Venezuela's Presidential Palace In Caracas
Heavy Gunfire Near Venezuela's Presidential Palace In Caracas

 

কারাকাস, ৬ জানুয়ারি : ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের প্রাসাদের আশপাশে সোমবার রাতে গুলির শব্দ শোনা যায়। তবে সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এ প্রাসাদ থেকেই কয়েক দিন আগে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যায় আমেরিকা। জানা গিয়েছে, ভেনেজুয়েলার স্থানীয় সময় সোমবার রাতে কারাকাসের কেন্দ্রে অবস্থিত প্রেসিডেন্টের প্রাসাদের উপরে অজ্ঞাতপরিচয় ড্রোন উড়তে দেখা যায়। নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা বাহিনী সেগুলি লক্ষ্য করে গুলি চালায়। জানা গেছে, এই ঘটনার পরেই আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা|প্রাসাদের কাছাকাছি বসবাসকারী বাসিন্দারা জানান, গুলির শব্দ শোনা গেলেও তা শনিবার ভোররাতে হওয়া অভিযানের মতো তীব্র ছিল না। আশপাশের বহু মানুষ জানালা খুলে বাইরে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে আকাশের দিকে ট্রেসার বুলেট ছোড়ার দৃশ্য দেখা গিয়েছে। একই সঙ্গে বহু নিরাপত্তাকর্মীকে দ্রুত প্রাসাদ চত্বরে জড়ো হতেও দেখা যায়। এ ঘটনা নিয়ে ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

You might also like!