Country

1 day ago

National Security: আরও শক্তিশালী ভারত, নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে গেল 'সমুদ্র প্রতাপ'

ICG Inducts Homegrown Pollution Control Ship ‘Samudra Pratap’
ICG Inducts Homegrown Pollution Control Ship ‘Samudra Pratap’

 

পানাজি, ৫ জানুয়ারি : আরও শক্তিশালী হল ভারত। নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে গেল "সমুদ্র প্রতাপ"। সোমবার সকালে গোয়া শিপইয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় আইসিজিএস সমুদ্র প্রতাপ-কে। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত প্রমুখ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন বলেন, "এই জাহাজে ব্যবহৃত ৬০ শতাংশেরও বেশি উপকরণ স্বদেশী। এই রণতরী নিজেই আত্মনির্ভর ভারতের দিকে একটি শক্তিশালী পদক্ষেপ। আমাদের 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের প্রকৃত অর্থ এই ধরণের প্রকল্পগুলিতে স্পষ্ট।"

You might also like!