International

22 hours ago

US strikes in Venezuela: ভারত ভেনেজুয়েলার ভালো চায়, মন্তব্য জয়শঙ্করের

External affairs minister S Jaishankar
External affairs minister S Jaishankar

 

লুক্সেমবার্গ সিটি, ৭ জানুয়ারি : ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। লুক্সেমবার্গ-এর উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের ফাঁকে জয়শঙ্কর বলেন, "আমরা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, কিন্তু আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ করব, তারা যেন এখন আলোচনায় বসে এমন একটি অবস্থানে পৌঁছায় যা ভেনিজুয়েলার জনগণের মঙ্গল ও নিরাপত্তার স্বার্থে হবে। কারণ দিনের শেষে এটাই আমাদের প্রধান উদ্বেগ। আমরা চাই ভেনিজুয়েলা এমন একটি দেশ হিসেবে থাকুক, যার সঙ্গে বহু বছর ধরে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। আমরা চাই ঘটনার গতিপ্রবাহ যেদিকেই যাক না কেন, সেখানকার মানুষ যেন ভালো থাকে।"

প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, "কিছু ব্যতিক্রম তো আছেই। আমাদের জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্কটি ব্যতিক্রম। এই যুগে বিশ্বে এমন কোনও দেশ দেখান, যারা তাদের প্রতিবেশীর বিরুদ্ধে পাকিস্তানের মতো নীতি অনুসরণ করেছে। এটি একটি অত্যন্ত অপ্রীতিকর বাস্তবতা, কিন্তু আমরা তা উপেক্ষা করতে পারি না। আমাদের নীতিগুলো এমনভাবে তৈরি করতে হবে যে, ঠিক আছে, সেই নির্দিষ্ট প্রতিবেশী এমনই হবে। যারা আমাদের সঙ্গে কাজ করতে এবং সহায়ক ও ইতিবাচক হতে ইচ্ছুক, তাদের সঙ্গে আমাদের সেভাবেই মনোভাব রাখতে হবে। আর যারা পাকিস্তানের মতো কাজ করে, তাদের সঙ্গে আমাদের ভিন্নভাবে মোকাবিলা করতে হবে।"

You might also like!