
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পার্লারে গিয়ে যত্ন করে ম্যানিকিউর করানো বা সাধ করে পছন্দের ব্র্যান্ডের নেলপলিশ লাগানো—সব আনন্দই যেন মাটি হয়ে যায়, যখন ২৪ ঘণ্টা না পেরোতেই নখের কোণ থেকে রং উঠতে শুরু করে। সুন্দর হাতের ছিরি মুহূর্তে নষ্ট করে দেয় এই ‘চিপিং’ সমস্যা। অনেকেই ভাবেন, হয়তো নেলপলিশের মান ভালো নয়। কিন্তু বিউটি বিশেষজ্ঞদের মতে, সমস্যার মূল কারণ রঙে নয়, বরং নখ সাজানোর ভুল অভ্যাসে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নেলপলিশ দীর্ঘস্থায়ী না হওয়ার অন্যতম প্রধান কারণ হল নখের সঠিক প্রস্তুতির অভাব। পলিশ লাগানোর আগে যদি নখে তেল, ময়লা, সাবানের আস্তরণ বা হ্যান্ডক্রিমের অবশিষ্টাংশ থেকে যায়, তাহলে রং নখে ঠিকমতো বসতে পারে না। এর ফলে অল্প সময়ের মধ্যেই নখ থেকে রং আলগা হয়ে যায় এবং নখের সৌন্দর্য হ্রাস পেতে থাকে। তবে এক্ষেত্রে কয়েকটি কৌশল মেনে চলুন, নখের সৌন্দর্য থাকবে অপরিবর্তিত।
১। অনেকেই তাড়াহুড়ো করে সরাসরি নখে রং লাগিয়ে নেন। অথচ বেস কোট ব্যবহার করা আবশ্যিক। এটি নখের ওপর একটি সুরক্ষার স্তর তৈরি করে, যা পলিশকে আঁকড়ে ধরতে সাহায্য করে। ঠিক তেমনই, নেলপলিশ লাগানো শেষ হলে ওপর থেকে একটি স্বচ্ছ ‘টপ কোট’ লাগানো জরুরি। এটি রঙের স্থায়িত্ব বহুগুণ বাড়িয়ে দেয়।
২। একসঙ্গে নেলপলিশের মোটা স্তর বা ‘থিক লেয়ার’ লাগানোর অভ্যাস অনেকেরই আছে। এতে পলিশ ঠিকমতো শুকোয় না এবং দ্রুত পিলিং বা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞরা বলছেন, পাতলা স্তরে পলিশ লাগান। প্রথম স্তর শুকিয়ে গেলে তবেই দ্বিতীয় কোট দিন। নখ পুরোপুরি শুকানোর আগে জল লাগানোই বড় ভুল।
৩। প্রতিদিনের গৃহস্থালির কাজও নেলপলিশের পরম শত্রু। বারবার ডিটারজেন্ট, জল বা সাবানের সংস্পর্শে এলে নখের রং ফ্যাকাশে হয়ে যায়। তাই ঘরের কাজ করার সময় গ্লাভস ব্যবহারের পরামর্শ দিচ্ছেন রূপবিশেষজ্ঞরা।
অতএব, দামি ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করলেও যদি সঠিক নিয়ম মানা না হয়, তাহলে নখের সৌন্দর্য দীর্ঘস্থায়ী হয় না। নখ সাজানোর ক্ষেত্রে সামান্য সচেতনতা আর সঠিক প্রস্তুতিই পারে আপনার ম্যানিকিউরকে আরও সুন্দর ও দীর্ঘদিন টিকিয়ে রাখতে।
