Life Style News

1 hour ago

DIY Brow Gel: শীতের রুক্ষতায় ভ্রুও চায় যত্ন—আইব্রো জেলের প্রয়োজনীয়তা কেন? রইল বানানোর পদ্ধতি

DIY Brow Gel
DIY Brow Gel

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ঘন, লম্বা ভ্রু নিঃসন্দেহে মুখের সৌন্দর্য বাড়ায়। কিন্তু ভ্রু যদি এলোমেলো থাকে, তবে গোটা লুকটাই যেন অসম্পূর্ণ মনে হয়। ভ্রু পাতলা হোক বা ঘন—সঠিকভাবে সাজানো না হলে মেকআপেও থেকে যায় অপূর্ণতা। আর এই কাজটি নিখুঁতভাবে করতে বর্তমানে সৌন্দর্যদুনিয়ায় বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে ভ্রু জেল। অনেকেরই ভ্রু স্বাভাবিকভাবেই ঘন এবং লোমগুলো তুলনামূলক বড় হয়। কিন্তু সেগুলি যদি ঘেঁটে যায় বা পরিপাটি না থাকে, তবে দেখতে মোটেই সুন্দর লাগে না। যেমন চুলের যত্ন নেওয়া জরুরি, ঠিক তেমনই ভ্রুর পরিচর্যাও সমান গুরুত্বপূর্ণ। এই দুই কাজই একসঙ্গে সহজ করে দেয় ভ্রু জেল। শীতের মরসুমে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক যেমন শুষ্ক হয়ে পড়ে, তেমনই ভ্রুর লোমও রুক্ষ হয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রেই এই সময়ে ভ্রু চুলকানোর সমস্যাও দেখা দেয়। ভ্রু জেল ভ্রুর লোমে আর্দ্রতা জোগাতে সাহায্য করে, ফলে শুষ্কতা ও অস্বস্তি অনেকটাই কমে।


∆ সৌন্দর্যে কতটা প্রভাব ফেলে?

* ভ্রুর আকার ঠিক রাখে: অনেকের ভ্রুর লোম নীচের দিকে ঝুলে থাকে। ভ্রু জেল ব্যবহার করলে লোমগুলি সারা দিন সুন্দর ভাবে বসে থাকে, এলোমেলো দেখায় না।

* ভ্রু ঘন দেখায়: যাঁদের ভ্রু পাতলা তাঁরা স্বচ্ছ জেলের বদলে ঘন বাদামি রঙের জেল ব্যবহার করলে ভ্রু অনেক বেশি ঘন এবং ভরাট দেখায়।

* সৌন্দর্য: আইব্রো পেন্সিল ব্যবহার করলে অনেক সময় ভ্রু আঁকা বা কৃত্রিম মনে হতে পারে। কিন্তু জেল ব্যবহার করলে মনে হয় এটা নিজস্ব সৌন্দর্য।

∆ বাড়িতে কী ভাবে আই ব্রো জেল বানাবেন?

বাজারচলতি আইব্রো জেল কিনতে না চাইলে বাড়িতে তা বানাতে পারেন। এর দু’টি সুবিধা। প্রথমত, প্রাকৃতিক উপাদানের ব্যবহার ভ্রু ভাল রাখবে। দ্বিতীয়ত, এটি সাশ্রয়ীও। তা ছাড়া, আইব্রো পেনসিলের বদলে আইব্রো জেল ব্যবহার করলে, ভ্রু দেখাবেও অনেক বেশি সুন্দর।

∆ উপকরণ:  * ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল

* ১ টেবিল চামচ কফি

* ৪-৫ ফোঁটা হোহোবা অয়েল বা অলিভ অয়েল

∆ পদ্ধতি: তিন উপকরণ খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। অ্যালো ভেরা জেল এবং হোহাবা অয়েল বা অলিভ অয়েল ভ্রু-র যত্ন নেবে। কফি প্রাকৃতিক বাদামি রং আনবে। মাস্কারার খালি কৌটো ধুয়ে শুকিয়ে নিন। মিশ্রণটি তার মধ্যে ভরে রাখুন। মাস্কারার ব্রাশ দিয়েই ভ্রু আঁচড়ে নিন।

You might also like!