Life Style News

1 hour ago

Easy-Care Plants: জল কম দিলেও সমস্যা নেই, সহজ পরিচর্যায় বেড়ে ওঠে যে গাছগুলো

Easy-Care Plants
Easy-Care Plants

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ঘুম থেকে উঠে সবুজের দিকে তাকালে মন শান্ত থাকে। চোখেরও আরাম হয়। তাই ঘরের আনাচ-কানাচে গাছ রাখার শখ। এ দিকে রোজের ব্যস্ত জীবনে গাছপালার যত্ন নেওয়ার জন্য সময় নেই। গাছ বিশেষজ্ঞরা বলছেন, এমন কিছু গাছ আছে যা সামান্য যত্ন এবং অল্প জলেই দিব্য বেড়ে ওঠে। এক নজরে দেখে নিন সেই তালিকায় কোন কোন গাছ রয়েছে।

১) অ্যালোভেরাত্বক এবং চুলের যত্নে অ্যালোভেরার শাঁস ব্যবহার করেন অনেকেই। বাতাস থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে এই গাছ পাতার মধ্যে তা সঞ্চিত রাখে। এই কারণে প্রতিদন জল দেওয়ার কোনও প্রয়োজন নেই অ্যালোভেরা গাছে।

২) জ়িজ়ি প্ল্যান্টএটি এমন একটি গাছ, যা কম আলোতেও ভালো থাকে এবং দীর্ঘদিন জল ছাড়া বেঁচে থাকতে পারে। এর মোমযুক্ত পাতাগুলিতে জল থাকে, তাই ঘন ঘন জল দেওয়ার প্রয়োজন হয় না।

৩) ক্যাকটাসক্যাকটাস মরুভূমির এক ধরনের গাছ। শুষ্ক পরিবেশে বেশ ভালো ভাবে বেঁচে থাকে। এই গাছ তার পুরু কাণ্ডের ভিতরে জল ধরে রাখে। যার ফলে ক্যাকটাস সূর্যালোক এবং খুব কম জলেই বেঁচে থাকতে পারে।

৪) স্নেক প্ল্যান্টএই গাছ কম আলোতেও বেঁচে থাকে এবং কয়েক সপ্তাহ পর পর জল দিলেই চলে। এটি খুব সহজেই বেড়ে ওঠে এবং ঘরের ভিতরের বাতাস বিশুদ্ধ রাখতে সাহায্য করে।

৫) মানি প্ল্যান্টএই গাছ নমনীয় হলেও প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন পড়ে না। সূর্যের আলো বাতাস ছাড়াও দীর্ঘদিন বাঁচতে পারে এই গাছ।

You might also like!