Game

1 hour ago

Shapoor Zadran hospitalized: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আফগানিস্তানের বিশ্বকাপ তারকা

Afghanistan Cricket Legend Hospitalized, Battles Critical Health Crisis At 38
Afghanistan Cricket Legend Hospitalized, Battles Critical Health Crisis At 38

 

কাবুল, ১৭ জানুয়ারি : আফগানিস্তানের তারকা শাপুর জাদরান। আফগানিস্তান ক্রিকেটকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই দীর্ঘদেহী ফাস্ট বোলার। আফগানিস্তানের প্রাক্তন এই তারকা এই মুহূর্তে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে তিনি হাসপাতালে ভর্তি আছেন। তার পরিবারের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, শাপুর কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। শাপুরের ভাই ঘামাই জাদরান সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, এই ফাস্ট বোলারের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন। শাপুর জাদরানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর আফগানিস্তানের সমর্থকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

You might also like!